নিজস্ব প্রতিবেদক: নভেল করোনায় মারা গেলেন বাংলাদেশের প্রাইম ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল হক (৬৬)। নিউইয়র্কে লং আইল্যান্ড জুইশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাত ৮টায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
উল্লেখ্য, চাকরিতে অবসর গ্রহনের পর ২০১৮ সাল থেকেই সপরিবারে নিউইয়র্কে বাস করছিলেন তিনি।
একইদিন নিউইয়র্কের একটি হাসপাতালে মুক্তিযোদ্ধা এম এ সামাদ এবং কাজী মোহাম্মদ নামক দুই প্রবাসী মারা গেছেন করোনায় আক্রান্ত হয়ে।
শনিবার যুক্তরাষ্ট্রে মোট ৭ প্রবাসীর মৃত্যু হয় এবং এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট ২১৬ প্রবাসীর প্রাণ গেল করোনা মহামারিতে।
অপরদিকে, নিউইয়র্ক স্টেটে শনিবার মারা গেছে মোট ২০৭ জন। আর হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫২১ জন। উভয় সংখ্যাই অনেক কম বলে স্টেট গভর্নর এ্যান্ড্রু ক্যুমো উল্লেখ করেছেন।
গভর্নর আরো বলেছেন, বাস্তবতার আলোকে বিজ্ঞানভিত্তিক প্রক্রিয়ায় লকডাউন শিথিলের অভিপ্রায়ে শিগগিরই বিভিন্ন সেক্টরের অভিজ্ঞজনের সমন্বয়ে একটি বৈঠক হচ্ছে এবং সেখান থেকেই পর্যায়ক্রমে লকডাউন শিথিলের কর্মসূচি ঘোষণা করা হবে। অর্থনৈতিক কর্মকাণ্ডকে কোনভাবেই আমরা জনস্বাস্থের সাথে গুলিয়ে ফেলতে চাই না।
এদিকে, জোন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, রবিবার রাত ১০টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্টে মোট মারা গেছে ৮০৭৮৭। আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৬৭ হাজার ৬৩৮। সুস্থ হয়েছেন ২ লাখ ৫৬ হাজার ৩৩৬ জন।