নিজস্ব প্রতিবেদক: নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দিনদিন চট্টগ্রামে রোগীর সংখ্যা বেড়েই চলছে। বর্তমান চট্টগ্রামে রোগীর সংখ্যা ২৬৮ জন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮ জন। ২০৬ জন রোগী আইসোলেশনে আছেন। চট্টগ্রাম নতুন ৪৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। রোববার শনাক্ত হওয়া এসব রোগীর মধ্যে রয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর ছোটভাই ও চট্টগ্রামের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে বোরহানুল হাসান।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার চট্টগ্রামের ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিসেস (বিআইটিআইডি) ল্যাবে ২১৭টি নমুনা পরীক্ষা হয়। তারমধ্যে ২২টি নমুনার ফলাফল পজেটিভ আসে। তাদের মধ্যে চট্টগ্রামে ১৪ জন। বাকিরা নোয়াখালীর বাসিন্দা। আক্রান্তদের মধ্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর ছোটভাই বোরহানুল হাসান রয়েছেন।
একইদিন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ল্যাবে পরীক্ষিত ৯৭টি নমুনার ফলাফলে আরও ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৫ জন চট্টগ্রামের বাসিন্দা।
বর্তমানে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা ২৬৮ জন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮ জন। ২০৬ জন রোগী আইসোলেশনে আছেন।