৫ হাজার নার্স নিয়োগ দিয়েছে সরকার

0
32

নিজস্ব প্রতিবেদক : করোনা চিকিৎসা সেবার জন্য ৫ হাজার ৫৪ জন নার্স নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগপ্রাপ্তদের সিনিয়র স্টাফ নার্স হিসেবে দেশের বিভিন্ন কোভিট ডেডিকেটেড হাসপাতালে পদায়ন করেছে।

নিয়োগকৃতদেরকে ১৩ মে এর মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।

এর আগে গত ২৫ এপ্রিল করোনা মোকাবিলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে দুই হাজার চিকিৎসক ও ছয় হাজার নার্স নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছিল। ৩০ এপ্রিল জন জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাবটিতে সুপারিশ করে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কাছে পাঠায়। পরে পিএসসি’র সুপারিশে নিয়োগ পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ৫ হাজার ৫৪ জন নার্স নিয়োগ দিয়ে পদায়ন করলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here