নিজস্ব প্রতিবেদক: দেশে কোন খাদ্য ঘাটতি নেই। চারমাসের নিত্যপণ্য মজুদ আছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ বৃহষ্পতিবার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, ক্রেতারা যাতে সারা বছর সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজণীয় পণ্য কিনতে পারেন, সে জন্য চাহিদার নিরিখে আগামী এক বছরের অগ্রিম আমদানি কার্যক্রম গ্রহণে আমদানিকারকদের চিঠি দেওয়া হয়েছে। এছাড়া আমাদের পর্যাপ্ত পণ্যের মজুদ রয়েছে। আমরা আগে থেকেই নিত্য প্রয়োজনীয় দ্রব্য মজুদ করেছিলাম, ফলে প্রচুর স্টক আছে। আরেও ৪ মাসেও দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কোনো সমস্যা হবে না। টিসিবিও পণ্য বিক্রিতে প্রস্তুত আছে।
তিনি বলেন, আগামী শনিবার থেকে (৯ মে) থেকে ২৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি। আগে থেকেই ডিলারের মাধ্যমে টিসিবি পণ্য পৌঁছে দিচ্ছে। যাতে কোনো অনিয়ম না হয় বাণিজ্য মন্ত্রণালয় সেটি পর্যবেক্ষণ করছে। ঢাকায়ও মন্ত্রণালয়ের ১০টি টিম আছে পর্যবেক্ষণে। টিসিবি আগের চেয়ে ১০ গুণ বেশি পণ্য স্টকে রেখেছিল। সে কারণে আমরা কিছুটা ভালো অবস্থায় থাকতে পারছি। ট্রাকে এবং ডিলারের মাধ্যমে ৫০০ স্পটে পণ্য বিক্রি চলছে।’
এ প্রসঙ্গে টিপু মুনশি আরও বলেন, আদার ক্ষেত্রে বাজারে কিছু সমস্যা ছিল। কিন্তু চাপ সৃষ্টি করে তার সমাধান করেছে ভোক্তা অধিকার। তারা রমজানের প্রথম সপ্তাহ থেকেই বাজার তদারকি করছে। শুধু তাই নয়, করোনা পরিস্থিতিতে একই সঙ্গে জনগণের মাঝে মাস্কও বিতরণ করছে ভোক্তা অধিকার। এরই মাঝে তারা মানুষের মাঝে ৫০ হাজার মাস্ক বিতরণ করেছে।
শিশুখাদ্য প্রসঙ্গে টিপু মুনশি বলেন, শিশুখাদ্য সরবরাহ নিশ্চিতে আমদানি নীতির কপিতয় ধারা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শিশুখাদ্য আমদানির জন্য স্বল্প সুদে জামানতবিহীন প্রণোদনা ঋণ সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানানো হয়েছে।