দেশে করোনায় মৃত্যু বেড়ে ১৬৮, আক্রান্ত ৭৬৬৭

0
0

চব্বিশ ঘণ্টার হিসেবে দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা আগের দিনের তুলনায় কিছুটা কমছে। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত সবশেষ ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৫ জনের; কভিড-১৯ এ শনাক্ত হয়েছেন ৫৬৪ জন।

নতুন মৃতদের তিনজন পুরুষ, দুইজন নারী। এর মধ্যে রয়েছেন একজন সিনিয়র সাংবাদিক, একজন পুলিশ সদস্য।

মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৬৮ জন; মোট আক্রান্ত ৭,৬৬৭। আরোগ্য লাভ করেছেন মোট ১৬০ জন। সবশেষ চব্বিশ ঘণ্টায় সেরে ওঠেছেন ১০ জন।

করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে বৃহস্পতিবার দুপুরে হালনাগাদ তথ্য তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি জানান, দেশে ২৯টি ল্যাবে ২৪ ঘণ্টায় ৫,৬২৬টি নমুনা সংগ্রহ করা হয়, পরীক্ষা করা হয় ৪,৯৬৫টি নমুনা। তাতে ৫৬৪ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। নমুনা সংগ্রহের হার আগের দিনের তুলনায় ১৯ দশমিক ৫৪ শতাংশ বেশি হলেও পরীক্ষার হার দশমিক শূন্য ৬ শতাংশ কম।

চব্বিশ ঘণ্টার হিসেবে বুধবার মৃতের সংখ্যা ছিল ৮ জন, আক্রান্তের সংখ্যা ছিল রেকর্ড ৬৪১ জন!

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে জানানো হয়, ঢাকার হাসপাতালগুলোতে চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসের রোগী ভর্তি হয়েছেন ৯৫ জন, হাসপাতালগুলোতে মোট করোনা রোগী রয়েছে ৯৫৬ জন।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা ২ লাখ ২৭ হাজার ছাড়িয়েছে। আর আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ছুঁই ছুঁই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here