সোহরাওয়ার্দী হাসপাতালের ৩০ চিকিৎসকসহ ৪৭ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

0
0

রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে গত কয়েক দিনে চিকিৎসক, নার্স, কর্মচারীসহ মোট ৪৭ জন করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া কোয়ারেন্টিনে আছে আরো অনেকে। আজ বুধবার দুপুরে হাসপাতালটির পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়া সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান।

ডা. উত্তম কুমার বড়ুয়া বলেন, ‘হাসপাতালের অবস্থা খুবই ভয়াবহ। জানি না পরিস্থিতি সামাল দেব কীভাবে।’

ডা. উত্তম কুমার বড়ুয়া আরো বলেন, ‘এখন পর্যন্ত মোট ৩০ জন চিকিৎসক, সাতজন নার্স ও ১০ জন কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁরা সবাই এখন পর্যন্ত ভালো আছেন। এ ছাড়া কোয়ারেন্টিনে আছেন অনেক। সঠিক সংখ্যা এখনই বলতে পারছি না। পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। জানি না এ পরিস্থিতি কীভাবে সামাল দেব।’

ডা. উত্তম কুমার বড়ুয়া বলেন, ‘অনেক রোগী হাসপাতালে আসছেন তথ্য গোপন করে। পরে দেখা যাচ্ছে তিনি করোনা পজিটিভ। এদিকে ৩০ ভাগের বেশি রোগীর কোনো লক্ষণ বা উপসর্গ দেখা যাচ্ছে না। অন্য রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, অথচ দেখা যাচ্ছে তাঁরও করোনা পজিটিভ। আবার আক্রান্ত হওয়ার কয়েক দিন পরও রোগীর উপসর্গ দেখা যাচ্ছে। তাঁদের মাধ্যমে ভাইরাসটি ছড়িয়ে পড়ছে দ্রুত। সুতরাং নানা কারণে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা করোনায় আক্রান্ত হচ্ছেন।’

চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা এভাবে আক্রান্ত হতে থাকলে হাসপাতাল চালাবেন কীভাবে, এমন প্রশ্নের জবাবে উত্তম কুমার বড়ুয়া বলেন, ‘মনে হচ্ছে আক্রান্তের সংখ্যা আরো বাড়বে। পরিস্থিতি আরো ভয়াবহ দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। জানি না আগামীতে কী হবে।’

হাসপাতাল কি লকডাউন করতে হবে তাহলে, এমন প্রশ্নে হাসপাতালটির পরিচালক বলেন, ‘মনে হচ্ছে পরিস্থিতি সেদিকেই যাচ্ছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here