প্রধানমন্ত্রীকে ফোন: কোনো ক্রয়াদেশ বাতিল করবে না সুইডেন

0
0

তৈরি পোশাক খাতের কোনো ক্রয়াদেশ সুইডেন বাতিল করবে না বলে জানিয়েছে সুইডেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বুধবার টেলিফোনে এমনটা জানান সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেন।

এ সময় প্রধানমন্ত্রী দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব সত্ত্বেও বাংলাদেশ তৈরি পোশাক খাতে বৈশ্বিক ক্রেতাদের ক্রয়াদেশ পূরণে সক্ষম হবে।

সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেন বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, সুইডেনের প্রধানমন্ত্রী বেলা ২টার দিকে টেলিফোন করে শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

তিনি বলেন, প্রায় পনের মিনিটের আলাপে দুই নেতা ব্যবসা-বাণিজ্য, বিশেষ করে তৈরি পোশাক খাত নিয়ে কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘করোনাভাইরাস ছড়িয়ে পড়ে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হওয়া সত্ত্বেও আমরা আশা করি সুইডেনসহ অন্যান্য আন্তর্জাতিক ক্রেতাদের তৈরি পোশাক সংক্রান্ত ক্রয়াদেশ পূরণ করতে সক্ষম হব।

এ প্রসঙ্গে সুইডেনের প্রধানমন্ত্রী আশ্বস্ত করে বলেন, তার দেশ তৈরি পোশাক সম্পর্কিত বাংলাদেশের কোনো ক্রয়াদেশ বাতিল করবে না।

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানী অব্যাহত রাখব।’

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের পোশাক শিল্পের মালিকরা স্বাস্থ্যবিধি বজায় রেখে তাদের কারখানা চালু করেছেন। প্রেস সচিব বলেন, দুই দেশের করোনাভাইরাস পরিস্থিতিও দুই নেতার আলোচনায় উঠে আসে। উভয় প্রধানমন্ত্রী করোনা মহামারি মোকাবেলায় দুই দেশের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে কাজ করতে তার আহ্বান পুনর্ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here