টাঙ্গাইলে দুই পরীক্ষায় নেগেটিভ, তৃতীয়বারে করোনা পজিটিভ!

0
0

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার করোনা শনাক্ত হওয়া এক ব্যক্তির প্রথম দুটি টেস্টের ফল নেগেটিভ আসে। পরে তৃতীয়বার পরীক্ষায় তা পজিটিভ এসেছে। আক্রান্ত ব্যক্তি গাজীপুরে একটি ওয়ার্কশপে কাজ করতেন। তিনি ভূঞাপুরের অলোয়া ইউনিয়নের চরনিকলা গ্রামের বাসিন্দা।

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মহীউদ্দিন আমাদের সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘গাজীপুরের একটি ওয়ার্কশপে কাজ করা ওই ব্যক্তি গত ৩ এপ্রিল গ্রামের বাড়ি আসেন। এরপরই উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে তার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে ফলাফল নেগেটিভ আসে। কয়েক দিন পর টাঙ্গাইল থেকে পুনরায় তার নমুনা পরীক্ষা করা হলে সেখানেও নেগেটিভ আসে।’

ডা. মো. মহীউদ্দিন বলেন, ‘রোগী তখনো অসুস্থ থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। এরপর তিনি ঢাকা থেকে এসে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল হাসপাতালে নমুনা পরীক্ষা করান। সেখানে করোনা পজিটিভ ধরা পড়ে।’

এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. নাসরীন পারভীন বলেন, ‘আক্রান্ত ব্যক্তির বাড়িসহ পাঁচটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। তাকে আইসোলেশন সেন্টারে পাঠানো হবে।’

টাঙ্গাইল জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জনে। আজ বুধবার ১০৫ জনের নমুনা সংগ্রহ করে জেলা থেকে ঢাকায় পাঠানো হয়েছে। এ পর্যন্ত মোট ১ হাজার ৪১৮ জনের নমুনার রিপোর্ট পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়েছেন চারজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here