করোনায় মৃত্যুঝুঁকি এড়াতে অ্যাজমার ওষুধের ট্রায়াল

0
0

নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে অ্যাজমার ওষুধ কাজ করতে পারে বলে ধারণা করছেন যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির গবেষকেরা।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, জাপান এবং দক্ষিণ কোরিয়ায় অ্যাজমা চিকিৎসায় ব্যবহৃত আইবুডিলাস্ট ওষুধটি ফুসফুস সুস্থ রাখার জন্য করোনা রোগীদের দিচ্ছেন ইয়েলের নিউ হ্যাভেন হাসপাতালের চিকিৎসকেরা।

নিউ হ্যাভেন জানিয়েছে, এই ওষুধ ফুসফুসের প্রদাহ কমাতে সাহায্য করে থাকতে পারে। কয়েকটি প্রাণীর শরীরে প্রয়োগ করে প্রমাণ পাওয়া গেছে। এখন ক্লিনিক্যাল ট্রায়াল চলছে।

গবেষকদের ধারণা, করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীকে ওষুধটি মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে।

করোনাভাইরাসের কোনো টিকা কিংবা ওষুধ না থাকায় বিভিন্ন দেশের বিজ্ঞানীরা নানা ধরনের ওষুধের ওপর গবেষণা করছেন। তবে এখনো কোনোটি কার্যকরী বলে প্রমাণিত হয়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, তাদের অধীনে ৮০টির মতো প্রতিষ্ঠান ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা করছে। এর মধ্যে চীন, আমেরিকা এবং যুক্তরাজ্য ভ্যাকসিন তৈরি করেছে। তারা হিউম্যান ট্রায়ালও দিয়েছে।

ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকেরা জানিয়েছেন, সেপ্টেম্বর নাগাদ তাদের ভ্যাকসিন আসতে পারে। এ বিষয়ে তারা ৮০ শতাংশ আশাবাদী।

দুদিন আগে চীনও একই কথা বলেছে। তারা জানিয়েছে, জরুরি ভিত্তিতে সেপ্টেম্বরের ভেতর তাদের ভ্যাকসিন আসতে পারে। সেই ভ্যাকসিন প্রাথমিকভাবে চিকিৎসকদের দেয়া হবে।

ধনকুবের বিল গেটস জানিয়েছেন, তার ফাউন্ডেশন থেকেও ভ্যাকসিন তৈরির চেষ্টা চলছে। ১২ মাসের ভেতর তাদের ভ্যাকসিন প্রস্তুত হতে পারে।

ভ্যাকসিনের বাইরে দুটি ওষুধ নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আমেরিকার গিলিয়াড ফার্মার রেমডিসিভিরে ৬ থেকে ১০ দিনে করোনা রোগী ভালো হয়েছে বলে প্রতিষ্ঠানটি দাবি করেছে। এই ওষুধটির বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথমে আশার কথা বললেও সম্প্রতি একটি প্রতিবেদনে জানানো হয়, রেমডিসিভির তেমন কাজ করেনি। পরে গিলিয়াড আবার দাবি করে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওই প্রতিবেদন ঠিক নয়। প্রতিবেদনটি শেষ পর্যন্ত সরিয়ে নেয়া হয়।

আরেকটি এন্টি-ফ্লু ড্রাগ ফ্যাভিপিরাভিরও কিছু ক্ষেত্রে কাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here