নওগাঁয় পুরাতন পুকুর সংস্কারের নামে চলছে মাটি বিক্রি

নওগাঁর আত্রাই উপজেলায় রাতের আধারে চলছে পুরাতন পুকুর সংস্কারের নামে অবৈধ ভাবে মাটি বিক্রি ও পুকুর খনন।আহসাগঞ্জ ইউনিয়নের দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পশ্চিম পাশে বর্তমানে আদালতের আর্দেশ অমান্য করে রাতের অন্ধকারে চলছে অবৈধ ভাবে পুকুর খননের কাজ। করোনা ভাইরাসের কারণে যখন মানুষ ঘর বন্দি ঠিক সেই সময় তারা সুযোগ টি কাজে লাগিয়ে প্রায় পুকুর খননে ব্যস্ত হয়ে পড়ছে। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে বর্তমানে চলছে এ পুকুর খননের কাজ।
প্রশাসন যখন করোনা ভাইরাস সম্পর্কে মানুষ সচেতন করতে ব্যস্ত ঠিক সেই ফাঁকে সুকৌশলে পুকুর খনন চালিয়ে যাচ্ছে। অনুসন্ধানে জানা যায়, উপজেলার ৩নং আহসানগঞ্জ ইউনিয়নের আবু রায়হান বুলেট করোনার লকডাউন উপেক্ষা করে রাতের অন্ধকারে অবৈধ ভাবে চলাচ্ছে পুকুর খননের কাজ।

স্থানীয়দের অভিযোগ, এখন রমজান মাস ইফতার করে খেয়ে যখন ঘুমাতে যাবো তখন শুরু হয় রাস্তায় গাড়ীর বিকট শব্দ। হঠাৎই ঘুম ভেঙে যায়। আর চলাচলের একমাত্র রাস্তা পুকুর খননের কারনে মরন ফাঁদে পরিনত হয়েছে। রাস্তায় মাটি পড়ে থাকায় একটু বৃষ্টিতে তা কাদার সৃষ্টি হচ্ছে।এর ফলে সড়কে ঘটছে নানা দুর্ঘটনা গ্রামের মানুষের জীবন যাপন হচ্ছে বিঘ্নিত ।

এলাকার রাস্তা নষ্ট করে পুকুর খনন চালিয়ে যাচ্ছে ৩নং আহসানগঞ্জ ইউনিয়নে দমদমা গ্রামে পুকুর খননের জন্য ভেকু মেশিনের মাধ্যমে মাটি কাটা অব্যাহিত রেখেছেন।রাতের ১০ টার সময় শুরু করেন পুকুর খননের কাজ শেষ করেন ভোর ৪ টায়।ট্রাক্টরের শব্দে জনজীবন আজ অতিষ্ট।

এবিষয়ে দমদমার পুকুুুর খননের মালিক আবু রায়হান বুলেট মুঠোফোনে যোগাযোগ করা হলে,তিনি ফোন রিসিভড করেননি। মৌখিক অনুমতি দিয়েছেন স্থানীয় চেয়ারম্যান শুধু পুকুরের ধারি বাঁধার জন্য। এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিনের মুঠোফোনে ফোন দিলেও তিনি এখনো কোন ব্যবস্থা গ্রহন করেন নাই । সম্পতি আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ছানাউল ইসলাম বলেছিলেন,কেউ অবৈধ ভাবে পুকুর খনন ও মাটি উত্তোলনে এক্নেভেটের/ ভেকু মেশিন ভাড়া দিবেন না। ঘটনা স্থলে এ গুলো পাওয়া গেলে তা অচল করে দেয়া হবে। সেই সাথে সাথে জেল জরিমানা করার কথাও রয়েছে।

মোঃ খালেদ বিন ফিরোজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here