গাজীপুরে আরও এক সাংবাদিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা ভাইরাসে আক্রান্ত ওই সাংবাদিক এসএ টিভি’র গাজীপুর প্রতিনিধি। এর আগে গাজীপুরে কর্মরত ৭১ টিভির এক সাংবাদিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা হয়েছে ৩২৮ জন। মঙ্গলবার গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান বলেন, করোনা ভাইরাস সংক্রমণের লক্ষণ নিয়ে ভুগছেন এমন ৮৯ জনের নমুনা গত ২৬ এপ্রিল সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। পরীক্ষা শেষে রিপোর্ট থেকে তিনজনের দেহে করোনা ভাইরাসের সংক্রমন পজেটিভ পাওয়া গেছে। এরমধ্যে এসএ টিভির গাজীপুর প্রতিনিধিও রয়েছেন। এরআগে গত ১৪ এপ্রিল গাজীপুরে কর্মরত ৭১ টিভির সাংবাদিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে হোম আইসোলেশনে আছেন।
সিভিল সার্জন মো. খায়রুজ্জামান আরো জানান, গাজীপুরে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট ৩২৮ জন। এরমধ্যে সদর উপজেলায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশী। এ উপজেলায় এ পর্যন্ত ১১৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়াও জেলার কালিগঞ্জ উপজেলায় ৯০ জন, কাপাসিয়া উপজেলায় ৭০ জন, কালিয়াকৈর উপজেলায় ৩২ জন ও শ্রীপুর উপজেলায় ২২ জন। এপর্যন্ত ওই ভাইরাসের সংক্রমন পরীক্ষার জন্য জেলা থেকে ২ হাজার ৩৮৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
মোস্তাফিজুর রহমান টিটু
স্টাফ রিপোর্টার, গাজীপুর।