করোনা প্রতিরোধে কাজ করে যাচ্ছে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগ

0
30

করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে নিয়মিত ভাবে কাজ করে যাচ্ছে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগ। এরই অংশ হিসেবে ২৭ এপ্রিল মহালছড়ির মুবাছড়ি ইউনিয়নের উল্টাছড়ি, ঘাটগর, পূর্ব মানিকছড়ি ও চিত্তরঞ্জন কার্বারী পাড়াসহ বিভিন্ন এলাকায় ঘরবন্দী থাকা মানুষের খোঁজ খবর নিতে যান উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: ধনিষ্টা চাকমা, এসময় তাদের স্বাস্থ্যগত বিষয়ে আলাপ-আলোচনা করেন এই সময় তাদের সমস্যার কথা ধর্য্য সহকারে শোনেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, করোনা প্রতিরোধে সচেতনার বিকল্প নেই। সামাজিক দূরত্ব বজায় রাখা, হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলা, স্বাস্থ্য নীতি মেনে চলা এবং সর্বোপরি সরকারের নির্দেশনা গুলো মেনে আমাদের নাগরিক দায়িত্ব পালন করতে হবে। আমরা স্বাস্থ্য বিভাগ আপনাদের সেবাই মাঠে-ময়দানে আছি, আপনারা ঘরে থাকেন, ঘরে অবস্থান করে করোনার বিরুদ্ধে লড়াই করুন। এজন্য সব মহলের আন্তরিক সহযোগিতা আমাদের প্রয়োজন। তিনি উপজেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ইউনিয়ন পরিষদ, সরকারি-বেসরকারি সংস্থা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংবাদ কর্মীসহ করোনা প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে তাদের মাঝে জাতীয় পুষ্টি সপ্তাহ -২০২০ উপলক্ষে বিভিন্ন পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরন করেন। এসময় মেডিকেল অফিসার ডা: নুনু মারমা, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর সুরেশ চাকমা উপস্থিত ছিলেন। অন্যদিকে একই কার্যালয়ের মেডিকেল টেকনোলজিস্ট সুইচিং মারমা’র নেতৃত্বে একটি নমুনা সংগ্রহের টিম ঝর-বৃষ্টি, রোদ উপেক্ষা করে ঘরে ঘরে গিয়ে সন্দেহজনক কোভিড-১৯ রোগী থেকে নমুনা সংগ্রহের কাজ অভ্যাহত রয়েছে। এ টিমের মাধ্যমে উপজেলায় আজ ৩ টি সহ অদ্যবধি ১৮টি নমুনা সংগ্রহ করে কোভিড-১৯ পরীক্ষা কেন্দ্র BITID, ফৌজদারহাট, চট্টগ্রাম এ প্রেরণ করা হয়েছে এবং প্রাপ্ত নমুনার ফলাফল নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর সুরেশ চাকমা।

মিল্টন চাকমা কলিন, মহালছড়ি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here