নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের একজন অফিস সহকারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার বাড়ি নড়াইল সদর উপজেলায়। এই প্রথম নড়াইল সদর উপজেলায় করোনাভাইরাসে কেউ আক্রান্ত হলেন। এর আগে নড়াইল জেলায় যেসব ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের সবার বাড়ি লোহাগড়া উপজেলায়। আজ রোববার বেলা ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের সিভিল সার্জন ডাক্তার আব্দুল মোমেন। সিভিল সার্জন বলেন, ‘নড়াইল জেলা থেকে এ পর্যন্ত মোট ১০ জন করোনা রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে লোহাগড়া উপজেলার ৯ জন এবং নড়াইল সদর উপজেলায় একজন। ১০ জনের মধ্যে একজন ইতোমধ্যে সুস্থ হয়েছেন, অন্য নয় জন করোনা রোগীর অবস্থা মোটামুটি ভালো, তাদেরও চিকিৎসা চলছে।’ এ বিষয়ে জেলা প্রশাসক ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি আনজুমান আরা বলেন, ‘করোনায় আক্রান্ত ব্যক্তি নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের অনেকের নমুনা সংগ্রহ করা হবে।’