করোনায় সংক্রমণ বাড়ছেই, ২৪ ঘণ্টায় মৃত্যু ৫

0
20

করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে নতুন করে সংক্রমিতের সংখ্যা বেড়েছে, কমেছে মৃত্যুর সংখ্যা। ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৪১৮ জন এবং মারা গেছে ৫ জন। সুস্থ হয়ে উঠেছে ৯ জন। আজ রোববার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

অধ্যাপক নাসিমা বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় পরীক্ষা হয়েছে ৩ হাজার ৪৭৬টি নমুনা। এই নমুনার মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৪১৮ জনের মধ্যে। এ পর্যন্ত কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৫ হাজার ৪১৬ জন। এ পর্যন্ত পরীক্ষা করেছি ৪৬ হাজার ৫৮৯ জন। গতকালের নমুনা সংগ্রহ ছিল ৩ হাজার ৬৮০টি।’

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন আরও ৫ জন। এ পর্যন্ত মারা গেছেন ১৪৫ জন। সুস্থ হয়েছেন ৯ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২২ জন। যারা হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছিলেন এই ৯ জন তাদের মধ্যে সুস্থ। আমাদের বেশির ভাগ আক্রান্ত ব্যক্তি বাড়িতে থেকে চিকিৎসা নেন এবং তারা সুস্থ হয়ে যান। সেই তথ্যটা এখানে আমরা দেই না। যারা হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় যান তাদের তথ্যটাই দেই।’

এর আগে শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৩০৯ জন, মৃত্যু হয় ৯ জনের। তার আগের দিন শুক্রবার শনাক্ত হয় ৫০৩ জন, মারা যায় ৪ জন। তার আগের দিন বৃহস্পতিবার শনাক্ত হয় ৪১৪ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here