২৫৮ ডাক্তারসহ ছয় শতাধিক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত: ড্যাব

0
34
NEW YORK, NY - APRIL 10: Mirimus, Inc. lab scientists sort through COVID-19 samples from recovered patients on April 10, 2020 in the Brooklyn borough of New York City. Misha Friedman/Getty Images/AFP

পেশাগত দায়িত্বপালন করতে গিয়ে দেশে ২৫৮ জন ডাক্তারসহ অনেক স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

সংগঠনটির এক বিবৃতিতে জানানো হয়, বিএসএমএমইউ, ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল বলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালের বহির্বিভাগে, অন্তঃ বিভাগ, অপারেশন থিয়েটার, আইসিইউ ও ফিভার ক্লিনিকসমূহে দায়িত্ব পালনকারী ২৫৮জন চিকিৎসকসহ ছয় শতাধিক স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে এ আক্রান্ত হয়েছেন। ক্রমাগতভাবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

কভিড-১৯ ডেটিকেটেড হাসপাতালের বাইরে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা বেশি আক্রান্ত হচ্ছে। তাই তাদেরকেও সরকার ঘোষিত প্রণোদনার অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়েছে সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে- “এদের প্রণোদনার বাইরে রাখা অনৈতিক, অন্যায়, নীতিবহির্ভূত।”

বুধবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের এক পরিপত্রে বলা হয়, যেসকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নভেল করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্ত রোগীদের সরাসরি সেবা প্রদান করবেন তারা করোনাভাইরাস পজিটিভ হলে সরকারি বিধি মোতাবেক গ্রেড অনুযায়ী সরকার ঘোষিত প্রণোদনা পাবেন।

তাতে বেসরকারি ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের অন্তর্ভুক্ত না করার বিষয়টি বিমাতাসুলভ আচরণ হিসেবে দেখছে ড্যাব।

“আমাদের স্বাস্থ্য কাঠামোতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী বেসরকারি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রণোদনার বাইরে রাখা হয়েছে যা স্বাস্থ্য ব্যবস্থাপনায় বিরাট বিভাজন, বিশৃঙ্খলা সৃষ্টি করবে ও নিকট ভবিষ্যতে স্বাস্থ্য ব্যবস্থা মুখ থুবড়ে পড়বে।”

তাদের মতে, বর্তমান পরিস্থিতিতে ঐক্যবদ্ধভাবে সমন্বিত ব্যবস্থাপনা, করোনা যোদ্ধাদের উৎসাহিত করা বিশ্ব মহামারি করোনাভাইরাস (কভিড-১৯) মোকাবিলার একমাত্র উপায়।

“সরকারের এই প্রজ্ঞাপন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হতাশ করেছে, তাদের মধ্যে বিরাট বিভাজন সৃষ্টি করেছে। বিভাজনের দেয়াল তুলে অপ্রতুল জনবল নিয়ে করোনার মহাপ্রলয়ের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ শুধু কঠিন নয় বরং অসম্ভব।”

জারিকৃত পরিপত্রটি অনতিবিলম্বে প্রত্যাহারপূর্বক দেশের সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রণোদনার আওতায় আনতে জোর জানিয়েছে ড্যাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here