যুক্তরাষ্ট্রে মৃত্যু ৫০ হাজার ছুঁই ছুঁই, ২৪ ঘণ্টায় ৩১৭৬

0
20
A member of the medical staff comforts a patient infected by the novel coronavirus at the COVID-19 division at the ASST Papa Giovanni XXIII hospital in Bergamo, on April 3, 2020. - Italy's three-week lockdown to stop the spread of COVID-19 has been extended through at least mid-April and its economy is expected to suffer its biggest peacetime shock since World War II. (Photo by Piero CRUCIATTI / AFP)

হঠাৎ করে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যু সংখ্যা আবার বেড়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় শুক্রবার সকাল) ২৪ ঘণ্টায় দেশটিকে কভিড-১৯ এ মারা গেছে তিন হাজারেরও বেশি। তাতে প্রাণঘাতী এই ভাইরাসে যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু সংখ্যা ৫০ হাজারে ছুঁই ছুঁই!

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান দেশটিতে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩,১৭৬ জনের। তাতে মৃত ও আক্রান্তের তালিকায় আগেই শীর্ষে অবস্থান নেওয়া যুক্তরাষ্ট্রে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯,৭৫৯ জন। মটো মৃতের সংখ্যা ৫০ হাজারের একেবারে কাছে গিয়ে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রে একদিনে কভিড-১৯ এ নতুন আক্রান্তের প্রায় ২৭ হাজার। মোট আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৬৬ হাজার ৬০০ ছাড়িয়েছে। বার্তা সংস্থা এএফপি বলছে, টেস্টের সংখ্যা কম হওয়ায় নতুন আক্রান্তের প্রকৃত সংখ্যাটা ওঠে আসেনি।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ছিল বেশি লাগাম ছাড়া। গত বৃহস্পতিবার মৃত্যু হয় ৪,৫৯১ জনের, শুক্রবার মৃত্যু হয় ৩,৮৫৬ জনের। এরপর মৃতের সংখ্যা কিছুটা কমলেও সবশেষ পরিসংখ্যানে তা বেড়েছে আশঙ্কাজনক হারে।

আক্রান্ত ও মৃতের সংখ্যা কমার তেমন কোনো লক্ষণ দেখা না গেলেও লকডাউন শিথিলের পথে হাঁটছে যুক্তরাষ্ট্র। কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিচ্ছে জর্জিয়া ও টেক্সাস রাজ্য।

এদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৭ লাখ ৭ হাজার ছাড়িয়েছে, মৃত্যু ছাড়িয়েছে ১ লাখ ৯০ হাজার ৭০০।

মৃতের তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ইতালি, ২৫ হাজার ৫০০। প্রায় ১ লাখ ৯০ হাজার আক্রান্ত নিয়ে এই তালিকায় তৃতীয়স্থানে আছে দেশটি।

স্পেন আছে মৃতের তালিকায় তৃতীয়স্থানে, ২২ হাজার ছাড়িয়েছে। দুই লাখ ১৩ হাজার ছাড়ানো আক্রান্ত নিয়ে এই তালিকায় দ্বিতীয়স্থানে আছে দেশটি।

মৃতের তালিকায় চতুর্থস্থানে ফ্রান্স, ২১ হাজার ৮০০ ছাড়িয়েছে। আঠারো হাজার ৭০০ ছাড়ানো মৃত্যু নিয়ে পঞ্চমস্থানে যুক্তরাজ্য।

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দেশ ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৭২১ জন।

বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৪,১৮৬ জন; মৃতের সংখ্যা ১২৭ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here