যুক্তরাষ্ট্রে আটকে পড়া বাংলাদেশিদের ফেরানোর উদ্যোগ

0
0

করোনাভাইরাস (কভিড-১৯) মহামারীর মধ্যে যুক্তরাষ্ট্রে আটকে পড়া বাংলাদেশিদের ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রেই করোনা মহামারী ভয়াবহ।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার শামীম আহমেদ সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ইতোমধ্যে দুই শতাধিক বাংলাদেশি দূতাবাসে যোগাযোগ করে নাম নিবন্ধন করেছেন। এখন ফ্লাইট ভাড়া করার চেষ্টা চলছে।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী এ কে এ মোমেন জানিয়েছিলেন, যারা দেশে ফিরতে চান, নিজেদের টাকাতেই তারা ফিরবেন। সরকার কেবল সমন্বয়ের কাজটি করবে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রী, চিকিৎসা নিতে যাওয়া ব্যবসায়ী এবং আটকা পড়া সরকারি কর্মকর্তারাও দেশে ফেরার জন্য নিবন্ধন করেছেন।

করোনা প্রাদুর্ভাবের পর এখন পর্যন্ত চীন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, ভারত, থাইল্যান্ড, নেপাল, তুরস্ক ও মালয়েশিয়া কয়েকটি দেশ থেকে কয়েক হাজার বাংলাদেশিকে ফেরানো হয়েছে।

দেশে ফেরার পর সবাইকেই সরকারি ব্যবস্থাপনায় বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

করোনায় সবচেয়ে খারাপ অবস্থা যুক্তরাষ্ট্রের।জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩,১৭৬ জনের। মৃত ও আক্রান্তের তালিকায় আগেই শীর্ষে অবস্থান নেওয়া যুক্তরাষ্ট্রে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ৭৫৯ জন।

এদিকে, সরকারি হিসাবে বাংলাদেশে এখন পর্যন্ত ৪ হাজার ১৮৬ জনের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়েছে। তাদের মধ্যে ১২৭ জনের মৃত্যু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here