করোনায় কুয়েত মৈত্রী হাসপাতালে নরসিংদীর একজনের মৃত্যু

0
0

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নরসিংদীর একজন (৪৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি। আজ শুক্রবার সকালে নরসিংদীর সিভিল সার্জন মো. ইব্রাহীম এই তথ্য নিশ্চিত করেন।

ওই ব্যক্তির বাড়ি নরসিংদী সদরে। ১৫ এপ্রিল তিনি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর ১৫ এপ্রিল রাতেই ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। পরের দিন তাঁর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় পরিস্থিতি বিবেচনা করে তাঁকে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর গতকাল সন্ধ্যা ৭টার দিকে তাঁর মৃত্যু হয়।

সিভিল সার্জন মো. ইব্রাহীম বলেন, নরসিংদীর তালিকাভুক্ত করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ওই ব্যক্তিই প্রথম মারা গেলেন। আজ সকালে আল মারকাজুল ইসলাম নামের একটি সংগঠন দায়িত্ব নিয়ে রাজধানীর কবরস্থানে তাঁর লাশ দাফন করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here