ঢামেক প্যাথলজি বিভাগের ২ কর্মী করোনা আক্রান্ত

0
16

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) প্যাথলজি বিভাগের দুই জন স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন। তাদের একজনের বয়স ২৪ আরেকজনের ২৮। উপসর্গ থাকায় করোনা টেস্ট করে তাদের রেজাল্ট পজিটিভ আসে। ঢামেক কর্তৃপক্ষ তাদেরকে কোয়ারেন্টিনে পাঠিয়েছে। তাদের সংস্পর্শে যারা এসেছেন তাদেরকেও কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
ঢামেকসূত্র জানিয়েছে,প্যাথলজির যে দুই স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন তাদের একজন সরকারি কর্মচারী অন্যজন দৈনিক চুক্তিতে কাজ করেন। গত কয়েকদিন ধরে তারা দুজন অসুস্থতাবোধ করছিলেন। পরে ঢামেকে তাদের করোনা পরীক্ষা করলে রেজাল্ট পজিটিভ আসে।
তবে তাদের শারীরিক অবস্থা ভালো আছে তাই তাদেরকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। প্যাথলজি বিভাগ সূত্রে জানা গেছে, অন্যান্য স্টাফরা সুরক্ষা নিয়ে কাজ করে যাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here