করোনা পরিস্থিতিকে গণতন্ত্রের জন্য চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। খবর বিবিসির।
বৃহস্পতিবার পার্লামেন্টে এক বক্তব্যে অ্যাঙ্গেলা মার্কেল বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আমাদের মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য। ভাইরাসটিকে নিয়ন্ত্রণ করা গোটা ইউরোপের জন্য বড় চ্যালেঞ্জ এখন।’
এদিন জার্মান কর্তৃপক্ষ জানায়, দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৪ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ৩৫২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৪৮ হাজার ৪৬ জন।
করোনা পরিস্থিতির মোকাবিলা প্রসঙ্গে জার্মান চ্যান্সেলর জানান, প্রাদুর্ভাবের পরবর্তী পর্যায় মোকাবিলার জন্য পুরো জাতিকে আরও বেশি ‘কৌশলী’ ও ‘সচেতন’ হতে হবে।
তিনি আরও বলেন, ‘কড়াকড়ি আরোপের ফলে কী পরিমাণ কঠিন পরিস্থিতি তৈরি হয় আমি জানি। গণতন্ত্রের জন্য এটি বড় ধরনের চ্যালেঞ্জ। এতে আমাদের গণতান্ত্রিক অধিকার সীমিত হয়ে পড়বে।’
তবে গণমাধ্যমের স্বাধীনতার মতো গণতান্ত্রিক স্বচ্ছতার কারণে পরিস্থিতি সহনীয় পর্যায়ে থাকবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
মানুষ কীভাবে একে অপরের পাশে দাঁড়িয়েছে তার প্রশংসা করেন অ্যাঙ্গেলা। দেশের স্বাস্থ্য এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘ইতিমধ্যে আমরা যা অর্জন করেছি তা বিনষ্ট হতে দেওয়া যাবে না। এটিই শেষ নয় বরং প্রাদুর্ভাব এখনো শুরুর পর্যায়ে আছে। দীর্ঘ সময় এটির সঙ্গে থাকতে হবে আমাদের।’