দীর্ঘদিন ধরেই মানবেতর জীবন যাপন করছেন ফোক গানের জনপ্রিয় শিল্পী কাঙালিনী সুফিয়া। করোনা পরিস্থিতিতে তিনি আরও কঠিন বিপদের মধ্যে পড়েছেন। ফুরিয়ে গেছে কাঙালিনী সুফিয়ার ঘরের খাবার ও ওষুধ কেনার টাকা।
এবার কাঙালিনী সুফিয়াকে সহায়তা করতে এগিয়ে এলো স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ। এই শিল্পীর কাছে নগদ ১০ হাজার টাকা পৌঁছে দিয়েছেন এই সংগঠনের স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের সভাপতি চয়ন ইসলাম। তিনি বলেন, ‘হঠাৎ করে কাঙালিনী সুফিয়ার সংবাদটি পড়লাম। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেই তার পাশে দাঁড়ানোর। সারা জীবন আমাদের গান শুনিয়েছেন তিনি।’
সহযোগিতা পেয়ে কাঙালিনী স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুফিয়ার মেয়ে পুষ্প। কাঙালিনী সুফিয়া ১৯৬১ সালে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার রামদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কাঙালিনী সুফিয়া প্রায় ৩০টি জাতীয় ও ১০টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। গান রচনা করেছেন প্রায় ৫০০টি। তার বিখ্যাত গানের মধ্যে রয়েছে কোনবা পথে নিতাইগঞ্জে যাই, পরাণের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে, নারীর কাছে কেউ যায় না, আমার ভাঁটি গাঙের নাইয়া।