কলেজে মদ অফার, শক্তিকে বেধড়ক মার মিঠুনের

0
0

১৯৭৩ সালে মিঠুন চক্রবর্তী ও শক্তি কাপুরের বন্ধুত্বের সূত্রপাত। তা এখনো একই রকম রয়ে গেছে। অথচ প্রথম দেখাতেই শক্তি বেধড়ক মার খেয়েছিলেন মিঠুনের হাতে!

মিঠুন ও শক্তির পরিচয় পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়াতে পড়াকালে। ‘ডিস্কো ড্যান্সার’ নায়ক ছিলেন এক বছরের সিনিয়র। ১৯৭২ সাল থেকে ১৯৭৪ সাল পর্যন্ত ওই কলেজের ছাত্র ছিলেন তিনি। তারপর সেখানেই শিক্ষকতা করতেন ও কলেজ হোস্টেলে থাকতেন।

কলেজের প্রথম দিন কথা। খুব স্টাইল করে কলেজে ঢোকেন শক্তি। ঠিক যেন ফিল্মের বড়লোকের বখাটে ছেলে। দামি ফোর্ড গাড়িতে হোস্টেলের গেট পর্যন্ত আসেন। হাতে ছিল মদের বোতল।

প্রথমে মুখোমুখি হন মিঠুন চক্রবর্তীর। পরে এক সাক্ষাৎকারে শক্তি জানান, হোস্টেলের বাইরে ছেঁড়া লুঙ্গি পরে দাঁড়িয়েছিলেন মিঠুন। পাশ দিয়ে যাওয়ার সময় মদের বোতল দেখিয়ে খাওয়ার প্রস্তাব দেন। প্রস্তাব তো ফিরিয়ে দিয়েছিলেনই মিঠুন, উল্টো সিনিয়রকে মদ খাওয়ার প্রস্তাব দেওয়ার জন্য বেধড়ক পিটিয়েছিলেন শক্তি কাপুরকে।

এরপর ভবিষ্যত খলনায়ককে চুল ধরে টেনে হোস্টেলের ভিতরে নিয়ে যান মিঠু‌ন। আরও অনেক সিনিয়র মিলে রীতিমতো র‍্যাগিং করেন। অন্ধকার ঘরে মেঝেতে বসিয়ে রাখা হয় শক্তিকে। ছোট ও অসমান করে কেটে দেওয়া হয় শক্তির চুল। তারপর শীতের রাতে হোস্টেলের সুইমিং পুলে সাঁতার কাটতে বাধ্য করা হয়।

এই ঘটনায় শক্তি এতটাই ঘাবড়ে গিয়েছিলেন যে, পরবর্তী চারদিন নাকি নিজের রুম থেকে রের হননি।পরে মিঠুনই এগিয়ে যান শক্তির কাছে। শক্তি কাপুরও কাছে ক্ষমা চেয়ে নেন। দুজনে সেই থেকেই খুব ভালো বন্ধু হয়ে যান। সেই বন্ধুত্ব আজও অটুট। তারা একসঙ্গে ৫২টি ফিল্মে অভিনয় করেছেন। একসঙ্গে প্রথম ফিল্ম ছিল ‘লাপারবা’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here