ধূমপানের আসক্তি কমাতে চামড়ায় ইনজেকশনের মাধ্যমে যে ‘নিকোটিন প্যাচ’ দেয়া হয়, তার মাধ্যমে নভেল করোনাভাইরাসের চিকিৎসা দেয়ার চেষ্টা করছেন ফ্রান্সের গবেষকেরা।
প্যারিস হাসপাতাল একটি গবেষণায় দাবি করেছে, ধূমপান করা ব্যক্তিদের কভিড-১৯ থেকে সুস্থ করতে তামাকে যে নিকোটিন থাকে সেটি দিয়ে চিকিৎসা করা যেতে পারে।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, এই নিকোটিন প্যাচের ব্যবহারের অনুমতি পেতে দেশটির মন্ত্রণালয়ের সবুজ সংকেতের অপেক্ষায় আছেন গবেষকেরা।
গবেষকেরা সাধারণ মানুষকে সতর্ক করে বলেছেন, নিকোটিন প্যাচে চিকিৎসা হতে পারে তার মানে এই নয় যে ধূমপান শুরু করতে হবে। নিকোটিন সেই সব রোগীদের রক্ষা করতে পারে তামাকের কারণে তাদের ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে।
নভেল করোনাভাইরাসে এখন পর্যন্ত ফ্রান্সে ১ লাখ ১৯ হাজার ১৫১ জন মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২১ হাজার ৩৪০ জন। সুস্থ হয়েছেন ৪০ হাজার ৬৫৭ জন।
কভিড-১৯ রোগ থেকে মানুষকে বাঁচাতে বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতির পরীক্ষা করছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী, তাদের সহযোগিতায় গোটা পৃথিবীতে ৮০টির মতো প্রতিষ্ঠান থেকে ভ্যাকসিন তৈরির চেষ্টা চলছে।
এর মধ্যে চীন, আমেরিকা, ব্রিটেন এবং জার্মানি ভ্যাকসিন তৈরি করেছে। হিউম্যান ট্রায়ালের জন্য জার্মানি বুধবার সরকারি অনুমোদন নিয়েছে। বৃহস্পতিবার ট্রায়াল দেয়ার কথা ব্রিটেনের। চীন, আমেরিকা আগেই দিয়েছে।