রাজধানীতে হঠাৎ করেই দিনের বেলায় যেন নেমে এলো অন্ধকার। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে কালো মেঘে ঢেকে যায় পুরো রাজধানী। একই সাথে প্রবল বেগে বইতে থাকে ঝড়ো হাওয়া। রাজধানীর কোনো কোনো এলাকার বিদ্যুতও চলে যায়। নেমে আসে ঘুটঘুটে অন্ধকার। বাইরে তাকিয়ে তখন বোঝার উপায় ছিল না এখন রাত না দিন।
এদিকে, দেশের বিভিন্ন স্থানে আগামী ২৪ ঘণ্টা শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো-হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে।
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবার আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।