ব্রিটেনের প্রভাবশালী চারটি ট্যাবলয়েডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। নিজেদের বিরুদ্ধে মিথ্যা ও আক্রমণাত্মক সংবাদ প্রকাশ করায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। চারটি মিডিয়ার সম্পাদকদের কাছে পাঠানো আলাদা চিঠিতে সিদ্ধান্তের কথা জানিয়েছেন হ্যারি ও মেগান। খবর আলজাজিরার
গত মাসের শেষ দিনে রাজপরিবারের কাজ ছেড়ে দেওয়া প্রিন্স হ্যারি ও মেগান চারটি মিডিয়ার ওপর খুবই অসন্তুষ্ট। যদিও তারা বিষয়টি গোপন রেখেছেন। চলতি সপ্তাহে একটি পত্রিকার বিরুদ্ধে তাদের করা মামলার শুনানি হবে লন্ডনের হাইকোর্টে। বর্তমানে লস অ্যাঞ্জেলসে বাস করা হ্যারি ও মেগান দ্য সান, ডেইলি মেইল, ডেইলি মিরর ও ডেইলি এক্সপ্রেসের সম্পাদকের কাছে পাঠানো চিঠিতে বলেছেন, তাদের (হ্যারি ও মেগান) সঙ্গে তাদের (সম্পাদকদের) আর কোনো সম্পর্ক ভবিষ্যতে থাকবে না।
হ্যারি ও মেগান বলেন, তাদের নিয়ে মিথ্যা তথা গল্প ছাপানো হচ্ছে যাতে তারা বিস্মিত। তাই আপনার নোট রাখেন যে আপনার প্রকাশনার সঙ্গে ভবিষ্যতে আর কোনো সম্পর্কই বজায় থাকবে না। তারা বলেন, সমালোচনা এড়াতে কিংবা সঠিক রিপোর্ট না করতে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি।