লকডাউনে ভারতে আটকে পড়া ১৬৪ জন বাংলাদেশী দেশে ফিরেছেন। অল্প আগে সরকারী সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নয়া দিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশন তথা বাংলাদেশ সরকারের উদ্যোগ ও সহযোগিতায় আকাশপথে চেন্নাই থেকে দেশে প্রত্যাবর্তন করেছেন তারা। এদিকে আটকেপড়া বাংলাদেশিদের বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইন্সের জিএম মার্কেটিং অ্যান্ড পিআর কামরুল ইসলাম জানিয়েছেন ৩ টা ৪৮ মিনিটে চেন্নাই ফেরত স্পেশাল ফ্লাইটটি ঢাকায় অবতরণ করেছে। নয়া দিল্লির বাংলাদেশ মিশন জানিয়েছে,
ওই উদ্যোগের ধারাবাহিকতায় আগামী কয়েকদিনে আরো কয়েকটি ফ্লাইটে চিকিৎসার জন্য গিয়ে আটকে পড়া অনেকেই চেন্নাই হয়ে বাংলাদেশে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে। মিশনের বিজ্ঞপ্তি মতে, বর্তমানে তামিলনাড়ু ও কর্ণাটকে আটকে থাকা অসুস্থ ও প্রবীণদের আকাশপথে দেশে ফেরার জন্য অনুমোদন পাওয়া গেছে ও তাঁদের প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু হয়েছে । পর্যায়ক্রমে বাকি সকল রাজ্য থেকে প্রত্যাবর্তনে আগ্রহীদের দেশে ফেরানোর জন্য দূতাবাস সার্বক্ষনিকভাবে কাজ করছে । প্রয়োজনীয় ক্ষেত্রে খাদ্য, আবাসন ও চিকিৎসা সেবা অব্যাহত রাখার জন্য কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়া হচ্ছে । দিল্লীর পাহাড়গঞ্জ এলাকায় কিছু বাংলাদেশী তাঁদের অসুবিধার কথা জানালে দূতাবাসের কর্মকর্তাগণ স্থানীয় সরকারের বিশেষ অনুমোদন নিয়ে তাঁদের সাথে সাক্ষাত করে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করেছেন ।
দিল্লীসহ অন্যান্য বড় শহরে যেখানে বেশিসংখ্যক বাংলাদেশী আটকে রয়েছেন তাঁদের প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের উচ্চ মহলে আলোচনা চলছে ।
দেশে ফেরার আগে পর্যন্ত আটকে পড়া ছাত্রছাত্রীদের অসুবিধাসমূহ কিভাবে আরও সহনীয় করা যায় সেজন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। শিক্ষার্থীরা মানব সভ্যতার ইতিহাসে এই অভূতপূর্ব পরিস্থিতি যে ধৈর্য্য ও সহনশীলতার সাথে মোকাবেলা করছেন দূতাবাস সে জন্য তাঁদের ধন্যবাদ জানাচ্ছে । বাংলাদেশের গৌরবময় ইতিহাসে পূর্ববর্তী প্রজন্মের বীরত্ব ও ত্যাগ শ্রদ্ধার সাথে স্মরণ করে নয়া দিল্লির বাংলাদেশ দূতাবাস প্রচারিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- আজকের এ সংকটময় ও কষ্টকর পরিস্থিতিতে তরুণ শিক্ষার্থীরা যে সাহস ও ধৈর্য্যের পরিচয় দিচ্ছেন অনাগত কাল তার মূল্যায়ন নিশ্চয়ই করবে। বাংলাদেশ হাই কমিশন সকলের সুস্থতা কামনা করছে।