শপথ নিলেন ৩ এমপি

0
22

একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে জয়ী হয়ে এমপি হিসেবে শপথ নিয়েছেন তিন জন। শনিবার বিকেল সাড়ে ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে তাদের শপথ বাক্য পাঠ করান।

এ দিন শপথ নেন ঢাকা-১০ আসনে জয়ী আওয়ামী লীগের মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে জয়ী অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এবং বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) অ্যাডভোকেট আমিরুল আলম মিলন।

২১ মার্চ এসব আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ঢাকা-১০ আসনে ইভিএমে ভোট হয়। অন্যদিকে, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচন হয় ব্যালেটের মাধ্যমে।

স্বল্প পরিসরে শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

ঢাকা-১০ এর উপনির্বাচনে ১৫ হাজার ৯৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী মো. শফিউল ইসলাম মহিউদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম পেয়েছেন ৮১৭ ভোট। ভোটের হার ছিল ৫ দশমিক ২৮ শতাংশ।

বাগেরহাট-৪ আসনের (মোরেলগঞ্জ-শরণখোলা) উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আমিরুল আলম মিলন নৌকা প্রতীকে এক লাখ ৮২ হাজার ৭৪৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী সাজন কুমার মিস্ত্রি পান ৩ হাজার ৭৪৪ ভোট। এই আসনে ৫৯ দশমিক শূন্য তিন শতাংশ ভোট পড়ে।

গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উম্মে কুলসুম নির্বাচিত হন।

নৌকা প্রতীকে তিনি পান ২ লাখ ১৪ হাজার ৪৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি মইনুল হাসান সাদিক ধানের শীষ প্রতীকে পান ৪১ হাজার ৪০৮ ভোট। ভোট পড়ে শতকরা ৫৯ দশমিক ৪ ভাগ।

একাদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশন বসে শনিবার বিকেলে। সাংবিধানিক বাধ্যবাধকতার এই ব্যতিক্রমী অধিবেশন বিকেল ৫টায় শুরু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here