একাদশ জাতীয় সংদের ৭ম অধিবেশন। আজ শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৫টায় জাতীয় সংসদের অধিবেশন কক্ষে এ অধিবেশন শুরু হয়।
শুরুতেই সংসদের সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, শুধুমাত্র সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই এ অধিবেশন। বৈশ্বিক ও জাতীয় সংকটের প্রেক্ষাপটে এ অধিবেশন হবে সংক্ষিপ্ত।
এরপর তিনি শোক প্রস্তাব উপস্থাপন করেন। শোক প্রস্তাব উপস্থাপনের পর চলতি সংসদের পাবনা-৪ আসনের প্রয়াত এমপি শামসুর রহমান শরিফের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা শুরু হয়।
সংসদ অধিবেশনে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারি ও বিরোধী দলের সদস্যরা উপস্থিত রয়েছেন। অধিবেশনে অংশ নেওয়া প্রধানমন্ত্রীসহ সব সদস্যই মাস্ক পরেছেন। অনেকের মাথায় সার্জিকাল টুপিও দেখা গেছে।
করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে একজন থেকে আরেকজনের ন্যূনতম দূরত্ব বজায় রাখার স্বার্থে পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে তুলনামূলক কম সংখ্যক সদস্য অধিবেশনে অংশ নেন।