বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ছড়ানোর পেছনে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম ধনকুবের বিল গেটসের নাম উঠে এসেছে। অভিযোগ উঠেছে, করোনা ভাইরাস পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে। আর তাতে হাত রয়েছে এই মার্কিন বিলিয়নিয়ারের। কিন্তু আদৌ এই অভিযোগ সত্যি কিনা, নাকি এই প্রযুক্তি ব্যবসায়ীর ওপর ষড়যন্ত্র করে দোষ চাপানোর অপচেষ্টা হচ্ছে- এ নিয়েও রয়েছে তুমুল গুঞ্জন। শুধু বিল গেটস একা নন- করোনা ছড়ানোর পেছনে উঠে এসেছে বিনিয়োগ মোগল খ্যাত জর্জ সরোসের নামও।
অনলাইনে ব্যাপকভাবে এরকম ‘ষড়যন্ত্র তত্ত্ব’ ছড়িয়ে পড়ার পর একই দাবি তুলেছেন যুক্তরাজ্যের খ্যাতনামা জ্যোতির্বিজ্ঞানী ও মানবাধিকারকর্মী পিয়ার্স করবিন। তিনি ব্রিটিশ রাজনীতিক ও লেবার পার্টির অন্যতম নেতা জেরেমি করবিনের বড় ভাই।
তবে বিল গেটসকে অহেতুক টার্গেট করা হচ্ছে বলে এক বিশ্লেষণে দাবি করেছে নিউ গ্লোবাল টাইমস। সেখানে বলা হয়েছে, বিল গেটসের বিরুদ্ধে এসব অভিযোগের কোনও ভিত্তি নেই। তিনি করোনা ভাইরাস মোকাবিলায় শুরু থেকেই সোচ্চার রয়েছেন।
মিডিয়া বিশ্লেষণ সংস্থা জিগনাল ল্যাবস-এর চালানো ওই গবেষণায় দেখা গেছে, বিশ্বজুড়ে করোনা মহামারি ছড়িয়ে পড়ার পর থেকেই সোস্যাল মিডিয়ায় বিল গেটস ও তার প্রতিষ্ঠানকে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে। কোভিড-১৯ এর জন্য বিল গেটসকে দোষারোপকারী ষড়যন্ত্র তত্ত্বগুলো সামাজিক মাধ্যম ও টেলিভিশনে এখন পর্যন্ত ১২ লাখেরও বেশিবার সম্প্রচার করা হয়েছে বলেও জিগনাল ল্যাবস দেখতে পেয়েছে।
সংস্থাটির গবেষণায় দেখা গেছে, এরইমধ্যে ফেসবুকে দেয়া ১৬ হাজার পোস্ট পাওয়া গেছে যেগুলোতে করোনা ভাইরাস ছড়ানোর জন্য বিল গিটসকে দায়ী করা হয়েছে। ওইসব পোস্টে এখন পর্যন্ত ৯০ লাখেরও বেশি মানুষ লাইক ও কমেন্ট করেছেন। এছাড়াও গত মার্চ ও চলতি এপ্রিল মাসে অন্তত ১০টি জনপ্রিয় ইউটিউব ভিডিওতে বিল গেটস সম্পর্কে ছড়ানো ভুল তথ্যগুলো দেখেছে প্রায় ৫০ লাখ মানুষ।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছেন, চলতি সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ক্যাম্পেইন ম্যানেজার রজার স্টোন একটি রেডিও শো’তে করোনা ভাইরাস তৈরি ও বিস্তারে সত্যিই বিলগের কোনও ভূমিকা ছিল কিনা সেটা নিয়ে জোরালো উন্মুক্ত বিতর্কের প্রয়োজন বলে দাবি করেছেন।
এদিকে এরইমধ্যে করোনার বিরুদ্ধে লড়াই ও ভ্যাকসিন তৈরি এবং উৎপাদনে ২৫০ মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিল গেটসের দাতব্য সংস্থা ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’।
এমনকি বিল গেটস নিজেও বিভিন্ন টেলিভিশন শো’তে হাজির হয়ে করোনার বিরুদ্ধে কীভাবে লড়াই করা যাবে, এ নিয়ে নিজের মতামত দিয়ে যাচ্ছেন। করোনা পরিস্থিতিতে চীনের বিষয়ে পক্ষপাতমূলক আচরণের অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়ন বন্ধের ঘটনায় বিল গেটসকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করতেও শোনা গেছে।