বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ২০ লাখ ছাড়াল, মৃত্যু ১২৬৮১১

0
23

প্রাণঘাতী করোনাভাইরাসে বুধবার বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে।

করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, দুপুর ২টা পর্যন্ত বিশ্বে আক্রান্তের সংখ্যা ২০ লাখ চার হাজার ৩৮৩ জন। পাশাপাশি এ ভাইরাসে মৃতের সংখ্যা বিশ্বে এক লাখ ২৬ হাজার ৮১১ জন। আক্রান্তদের মধ্যে বর্তমানে ১৩ লাখ ৯২ হাজার ১৬৮ জন চিকিৎসাধীন এবং ৫১ হাজার ৫৯৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৪ লাখ ৮৫ হাজার ৩০৪ জন সুস্থ হয়ে উঠেছেন।

করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ কোভিড-১৯ সঙ্কটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশে মঙ্গলবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। এছাড়া দেশে এ পর্যন্ত মোট এক হাজার ১২ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here