করোনা মহামারি রুখতে জীবন বাজি রেখে লড়ে যাচ্ছেন বাংলাদেশের ডাক্তাররা। ইতিমধ্যেই কয়েকজন ডাক্তার আক্রান্ত হয়েছেন এ মরণভাইরাসে। একজন মারাও গেছেন। এই মুহূর্তে সবচেয়ে বেশি সুরক্ষা দরকার ডাক্তারদের। প্রয়োজনীয় মুহূর্তে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ক্রিকেটার মুশফিকুর রহীম। জাতীয় দলের এই উইকেরক্ষক ব্যাটসম্যান বগুড়ার ডাক্তারদের ২০০টি পিপিই, ২০০টি হ্যান্ড গ্লাভস ও ২০০টি মাস্ক দিয়েছেন। যারা বগুড়ার প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছেন ।
বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সামির হোসেন মিশু জানান, মুশফিকের দেয়া পিপিই ও অন্যান্য সামগ্রী হাতে পেয়েছেন তারা। ডা. সামির বলেন, ‘আমি যাদেরকে সম্ভব হয়েছে ইতিমধ্যেই দিয়ে দিয়েছি।
তবে এখনো সবার কাছে পৌঁছে দিতে পারিনি। যেহেতু পিপিইগুলো প্রত্যন্ত অঞ্চলে পাঠাতে হবে। আশা করছি শিগগিরই সেগুলো তাদের কাছে পৌঁছে যাবে।’
মুশফিক নিজেও জনগণকে সতর্ক করছেন। পহেলা বৈশাখ উপলক্ষে গতকাল ফেসবুক লাইভে এসে তিনি বলেন, আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো থাকার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন। প্রথমেই বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে এবং আশা করছি আপনারা সবাই যারা এই নববর্ষ পালন করতে ইচ্ছুক তারা বাসায় বসেই পালন করছেন।
আপনারা জানেন, আমাদের দেশ তথা পুরো বিশ্ব এখন করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছে। আমাদের দেশও এর ব্যতিক্রম নয়। আমি সকল আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ বাহিনী, সেনাবাহিনী, র্যাব এবং আমাদের ডাক্তার নার্স, ক্লিনার্স, কর্মচারীসহ যারা প্রত্যক্ষভাবে প্রতিনিয়ত এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছেন যাতে আমরা আপনারা নিরাপদে থাকতে পারি তাদেরকে মনের ভিতর থেকে আমি সালাম জানাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি নিশ্চিত মহান আল্লাহ তাআলা আপনাদের ত্যাগ দেখছেন এবং এর পুরস্কার আপনারা অবশ্যই পাবেন।
আমি ইনশাল্লাহ ব্যক্তিগতভাবে সবসময় চেষ্টা করছি সবাইকে সাহায্য করার এবং আমি আহ্বান করছি আজকের এই দিনে যে যেভাবে পারুন সবাই সহযোগিতা করুন। মনে রাখবেন, শুধুমাত্র আপনি এবং আপনার ফ্যামিলি ভালো থাকলে চলবে না। আপনার আশেপাশের মানুষ তথা পুরো দেশের মানুষ যেন সুস্থ থাকতে পারে এবং তাদের যেন খাবারের অভাবে দিন না পার করতে হয় সেটা দেখার দায়িত্ব আমার আপনার সবার। আসুন আমরা সবাই ঘরে থাকি। কিন্তু যেভাবে পারি আমরা সাহায্য করার চেষ্টা করি। একমাত্র আমাদের সকলের প্রচেষ্টাই পারে এই কঠিন মুহূর্তটাকে তাড়াতাড়ি প্রতিরোধ করতে। এমনকি কারো যদি সামর্থ্য না থাকে প্লিজ আপনারা নামাজ কালাম পড়ে; রোজা রেখে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন যেন এই কঠিন সময়টা আল্লাহ তাআলা আমাদেরকে তাড়াতাড়ি পার করতে সাহায্য করেন।