ফরিদপুরের ভাঙ্গায় জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে এক তরুণ (১৮) মারা গেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নিজ বাড়িতে মারা যান ওই তরুণ।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মহসিন উদ্দিন বলেন, ওই তরুণ ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ১০ দিন আগে ঢাকা থেকে ভাঙ্গায় নিজের বাড়িতে যান তিনি। তিন দিন ধরে তিনি জ্বর, গলাব্যথা ও কাশিতে ভুগছিলেন। গতকাল রাতে তাঁর শ্বাসকষ্ট দেখা দেয়। একপর্যায়ে তাঁর বমি হতে থাকে এবং বমির সঙ্গে রক্ত বের হয়। পরে রাত সাড়ে তিনটার দিকে তিনি মারা যান।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কমকর্তা (ইউএনও) মো. রকিবুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে আজ বুধবার সকালে ৭ সদস্যের দল পাঠানো হয়েছে ওই তরুণের বাড়িতে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ওই তরুণের বাড়ি লকডাউন করা হয়েছে।