মুন্সীগঞ্জে আরও ৪ জন করোনা রোগী শনাক্ত

0
14

করোনার এপিসেন্টার নারায়ণগঞ্জের পার্শ্ববর্তী জেলা মুন্সীগঞ্জে নতুন করে আরও ৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

এদের সকলেই পুরুষ। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন করে জেলার গজারিয়া উপজেলায় দুইজন রোগী শনাক্ত করা হয়েছে। আর জেলা সদর ও সিরাজদীখান উপজেলায় একজন করে নতুন রোগী শনাক্ত করা হয়।

তিনি আরও জানান, জেলার ৬ উপজেলা থেকে এ পর্যন্ত ১২৮ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়েছে। এদের মধ্যে সর্বমোট ১৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here