পুলিশ জানায়, নিহত ব্যক্তি লকডাউনের মধ্যে জনশূন্য রাজধানীতে দুটি ওষুধের দোকানে ‘ডাকাতির ঘটনায় জড়িত’ ছিলেন।
তবে নিহতের পরিচয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি।
মোহাম্মদপুর থানার এসআই গোলাম কিবরিয়া জানান, গত ১ এপ্রিল রাত পৌনে ১টার দিকে মোহাম্মদপুরের কলেজগেইট এলাকার বিল্লাল ফার্মা এবং ৫ এপ্রিল খিলগাঁওয়ের লাজ ফার্মায় ডাকাতির ঘটনা ঘটে।
পরে রবিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করার কথা জানানো হয় পুলিশের পক্ষ থেকে।
গ্রেপ্তাররা হলেন- সোহেল (৩৬), সোহরাব হোসেন (৩০), নেওয়াজ (২২), শাহীন (২৫), ও রাজু (২৫)।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ছোট একটি ট্রাক, চাপাতি, লোহার রড ও নগদ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়।
এসআই গোলাম কিবরিয়া জানান, ওই পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে টিটু নামের একজনকে গ্রেপ্তার করতে সোমবার রাতে বছিলায় যায় গোয়েন্দা পুলিশের একটি দল।
সেখানে পুলিশের দিকে গুলি ছোড়া হলে পুলিশ পাল্টা গুলি করে। তখন টিটুর মাথায় গুলি লাগে।
পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে।