ইয়াবা গণনার ছবি ভাইরাল হওয়ার পর আ.লীগ নেতা বহিষ্কার

0
39

ইয়াবা গণনার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত আশীষ নাথ উপজেলার চাতরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

গত সোমবার আশীষ নাথের ইয়াবা গণনার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়। ওই ছবিতে দেখা যায়, আশীষ নাথ ঘরের খাটের ওপর বসে নীল রঙের তিনটি খালি প্যাকেট সামনে রেখে ইয়াবাগুলো গণনা করছেন।

আওয়ামী লীগ নেতার ইয়াবা গণনার এই ছবি ভাইরাল হলে পুরো উপজেলায় তোলপাড় সৃষ্টি হয়।

মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের ওই নেতাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালেক।

এর আগে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির সহকারী একান্ত সচিব (এপিএস) রিদোয়ানুল করিম চৌধুরী সায়েমের ফেইসবুক আইডিতে বহিষ্কারাদেশের কপিটি পোস্ট করে লিখেছেন মাননীয় মন্ত্রীর নির্দেশে। সেখানে স্বাক্ষর করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ মালেক।

এমএ মালেক বলেন, আশীষ নাথের ইয়াবা গণনার ছবি আওয়ামী লীগকে বিব্রত করেছে। মাদকের বিরুদ্ধে বর্তমান সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে। সেখানে আওয়ামী লীগ নেতার ইয়াবা গণনা মেনে নেওয়া যায় না।

তিনি বলেন, দলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে মাদক সেবন বা বিক্রির অভিযোগ পাওয়া গেলে বহিষ্কারের পাশাপাশি আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here