সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ১৫ হাজার ১৪৯ জন। এর সঙ্গে পাল্লা দিয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এ পর্যন্ত মারা গেছে ১ লাখ ১৯ হাজার ৫০০ জনের বেশি।
বিশ্বের প্রথম দেশ হিসেবে সম্প্রতি যুক্তরাষ্ট্রে করোনা মৃত্যু ২০ হাজারের গণ্ডি ছাড়িয়ে যায়। সোমবার সেই তালিকায় যুক্ত হলো ইতালি।
এই মারণ ভাইরাসে ইউরোপের দেশটিতে আরও ৫৬৬ জনের মৃত্যু রয়েছে। মোট সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৪৫৫। এ ছাড়া আরও ৩ হাজার ১৫৩ জন নতুন করে আক্রান্ত হয়েছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ৫১৬ জন।
করোনা মৃত্যু মিছিলে শীর্ষে থাকা আমেরিকায় ২৩ হাজার ৬০০। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা নিউইয়র্কের। এ পর্যন্ত সেখানে ১০ হাজার মানুষ মারা গেছে। মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যায় দেশটি সর্বাধিক। সবমিলিয়ে আক্রান্ত হয়েছে ৫ লাখ ৮২ হাজার, এর মধ্যে নিউইয়র্কেই আক্রান্ত ১ লাখ ৯০ হাজার ২৮৮ জন।
এ দিকে স্পেন মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৬২৮। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪১৯ জনের। মৃত্যু মিছিলে তারা আছে তিন নম্বরে। আর আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ছাড়িয়ে গেছে।
আর করোনার আঁতুড়ঘর চীনে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ছাড়িয়েছে। দেশটিতে মৃতের সংখ্যা ৩ হাজার ৩৪৫ জন।
দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশ ভারতে করোনার আক্রান্তের সংখ্যা সাড়ে ১০ হাজার ছুঁই ছুঁই। মৃতের সংখ্যা ৩৫৮ জন।
সোমবার বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে আক্রান্তের সংখ্যা ৮০৩ জন; মৃতের সংখ্যা ৩৯ জন