লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর একজন সিনিয়র কমান্ডারের মাথার দাম এক কোটি ডলার ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দফতর।
মার্কিন সরকারের এ পদক্ষেপে আশঙ্কা করা হচ্ছে, তারা আরও একটি গুপ্ত হত্যার চেষ্টা চালাচ্ছে। খবর এএফপির।
মার্কিন পররাষ্ট্র দফতর শুক্রবার এক বিবৃতিতে বলেছে, হিজবুল্লাহ কমান্ডার মোহাম্মদ কাউসারানি সম্পর্কে, তার নেটওয়ার্ক, তৎপরতা এবং তার সহযোগীদের সম্পর্কে কোনো রকমের তথ্য দিতে পারলে এক কোটি ডলারের সমপরিমাণ অর্থ পুরস্কার দেয়া হবে।
মার্কিন পররাষ্ট্র দফতরের দাবি, হিজবুল্লাহর এই কমান্ডার ইরাকের যোদ্ধাদেরকে প্রশিক্ষণ, অর্থ যোগান, রাজনৈতিক সমর্থন এবং সামরিক সরঞ্জাম দিয়ে সহযোগিতা করেছেন।
মার্কিন পররাষ্ট্র দফতরের বিবৃতিতে আরও বলা হয়েছে, তিনি ইরাকের যোদ্ধাদেরকে প্রশিক্ষণ দেয়ার জন্য ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলায়মানির রাজনৈতিক সহযোগিতা নিয়েছিলেন।
গত ৩ জানুয়ারি মার্কিন সন্ত্রাসী বাহিনী ইরানের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলায়মানিকে রাজধানী বাগদাদে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে হত্যা করে মার্কিন সেনারা।
এরপর ইরান এবং আমেরিকার মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। ইরান ওই হামলার প্রতিশোধ নেয়ার ঘোষণা দেয় এবং ৮ জানুয়ারি ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আইন আল-আসাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তার গুঁড়িয়ে দেয়।