রাজবাড়ীতে পাঁচজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে চারজন পুরুষ ও একজন নারী রয়েছেন।
আইইডিসিআরের তথ্যের বরাত দিয়ে রাজবাড়ী সিভিল সার্জন ডা: নুরুল ইসলাম আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, আক্রান্ত ওই পাঁচ ব্যক্তিকেই প্রথমে রাজবাড়ী সদর হাসাপাতালের আইসোলেশন ওয়ার্ডে এনে চিকিৎসা দেয়া হচ্ছে।
এর মধ্যে চারজনই রাজবাড়ী সদরের হওয়ায় সদর উপজেলা লকডাউন ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, আক্রান্তের মধ্যে রাজবাড়ী পৌর এলাকার বিনোদপুরের একজন পুরুষ ও একজন নারী, যিনি সদর হাসপাতালের আউটসোর্সিংয়ের কাজ করেন, একজন চন্দনী ইউনিয়নের আফড়া গ্রামের, একজন বানীবহ ইউনিয়নের এবং অপরজন কালুখালি উপজেলায় মেয়ের বাড়িতে বেড়াতে এসে আক্রান্ত হয়েছেন।
একই সূত্র জানায়, গত পাঁচদিন আগে ৩০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে ২৫ জনের করোনা নেগেটিভ হলেও আজ বাকি পাঁচজনের দেহে করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট এসেছে।