বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে তিনজনের এবং আক্রান্ত হয়েছেন ৫৮ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩০ জনে এবং আক্রান্ত ৪৮২ জন।
আজ শনিবার দুপুর আড়াইটার দিকে অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী জাহিদ মালেক।
ব্রিফিংয়ে আইডিসিআর পরিচালক অধ্যাপক ডা: মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, মারা যাওয়া ব্যক্তিদের বয়স ৩৮, ৫৫ ও ৭৪। তাদের দুইজন ঢাকার বাইরের, একজন ঢাকার।
তিনি আরো জানান, আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ঢাকার (১৪ জন), দ্বিতীয় নারায়ণগঞ্জের (৮ জন)। বাকিরা ঢাকার বাইরের। তাদের মধ্যে ৪৮ জন পুরুষ ও ১০ জন নারী।
সেব্রিনা ফ্লোরা আরো জানান, এ পর্যন্ত আক্রান্ত হওয়া ব্যক্তিদের ৭০ শতাংশ পুরুষ ও ৩০ শতাংশ নারী।
গত কয়েকদিন ধরে পরীক্ষা সংখ্যা বাড়ানোর পর থেকে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে।
৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার।
১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়।