তেলের দাম কমায় বৈঠকে ট্রাম্প-পুতিন

0
47

করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারি আকার ধারণ করায় সারা বিশ্বে জ্বালানি তেলের চাহিদা কমে গেছে। ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দর ২২ দশমিক ৫৮ ডলারে নেমে আসে। এমন পরিস্থিতিতে সোমবার (৩০ মার্চ) বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয় দীর্ঘ ফোনালাপে তেলের দাম নিয়ে বৈঠক করেন ট্রাম্প এবং পুতিন।

এ বৈঠকের বিষয়ে ট্রাম্প বলেন, রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হোয়াইট হাউজের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, করোনা ভাইরাস নিয়ে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র উভয় দেশই উদ্বিগ্ন। এমন পরিস্থিতে দুটি দেশ একসাথে কাজ করবে বলে মার্কিন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।

বিবিসির সংবাদ অনুযায়ী গত এক মাসে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দর অর্ধেকের বেশি কমেছে। এই মাসের শুরুতে তেলের দাম নিয়ে সৌদি আরব এবং রাশিয়ার টানাপড়েনে বড়ো দরপতন হয়।

বিশ্লেষকরা বলছেন, করোনা ভাইরাস প্রতিরোধে নেওয়া নানা উদ্যোগের সঙ্গে যানবাহন এবং বিমান চলাচল সীমিত হয়েছে। তাছাড়া বিশ্বের দেশগুলো ‘লকডাউন’ ছাড়াও মানুষের চলাচল সীমিত করেছে। অনেক কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই তেলের চাহিদা কমেছে ব্যাপকহারে। জাকার্তা পোস্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here