বাল্য বিয়ে : কাজী ও বরের বাবা জেলে !

0
0

পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি খাঁ পাড়ায় বাল্যবিয়ে দেওয়ার সময়ে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বরের বয়স না হওয়ায় বরের বাবা ও কাজীকে জেল হাজতে পাঠিয়েছেন। শনিবার জেল হাজতে পাঠানো হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান এ ঘটনায় মুলাডুলি ইউনিয়নের কাজী সিদ্দিকুর রহমান এবং ছেলের বাবা ইসরাইল হোসেনকে বিধিমোতাবেক আটক করে শনিবার জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) অরবিন্দ সরকার ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার বিকেলে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের খাঁ পাড়া গ্রামে কাজীর বাড়িতে বাল্য বিয়ে দেয়া হচ্ছে এমন সংবাদ ভিত্তিতে পুলিশ সেখানে তদন্তে যায়। এসময় পুলিশ জানতে পারে, ঐ কাজী গত ২৪ মার্চ মুলাডুলি ইউনিয়নের গোয়ালবাথান গ্রামের ইসরাইল হোসেন খাঁ’র ১৮ বছরের ছেলে সাজেদুলের সাথে জেলার সাঁথিয়া উপজেলার মোবারক হোসেনের মেয়ে ইভা খাতুনের বিয়ে দেয়।
শুক্রবার কাজীর বাড়ি হতে বিয়ে তুলে দেওয়ার আয়োজন করা হয়েছিল। এ ঘটনায় পুলিশের এস আই হাসান আইনবর্হিভূত বিয়ে দেওয়ার অভিযোগে উক্ত কাজীকে ও ছেলের বাবাকে আটক করে থানায় নিয়ে আসেন। পুলিশের দাবী, আইনগতভাবে ছেলের বিয়ের বয়স না হলেও মেয়ের বিয়ের বয়স হয়েছিল। তাই মেয়ের বাবাকে আটক করা হয়নি। শুক্রবার রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হানকে বিষয়টি জানানো হলে তিনি বিধি মোতাবেক তাদের সাজা দিয়ে তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here