প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত শুনেই পালাল তার উপদেষ্টা

0
21

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত। এক টুইট বার্তাই এ খবর নিশ্চিত করেছেন তিনি নিজেই। শুক্রবার (২৭ মার্চ) ব্রিটিশ সংবাদ মাধ্যম দি গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে মজার ঘটনা ঘটেছে প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটে। বরিস জনসনের করোনায় আক্রান্তের খবর শুনেই পেছনের দরজা দিয়ে গোপনে বের হয়ে পালিয়ে গেছেন তার সিনিয়র উপদেষ্টা ডমিনিক কামিংস।

জানা গেছে, সকালে বরিস জনসন তার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিয়ে টুইট করার কিছুক্ষণ আগে অন্যান্য কর্মকর্তাদের পাশাপাশি সিনিয়র উপদেষ্টা ডমিনিক কামিংসও ১০নং ডাউনিং স্ট্রিটের অফিসে ছিলেন। প্রধানমন্ত্রীর করোনায় আক্রান্ত হওয়ার খুবর শুনেই তিনি হন্তদন্ত হয়ে কাউকে কিছু না বলে পেছনের গেট দিয়ে বের হয়ে ছুটতে শুরু করেন।

পালিয়ে যাওয়ার সময় তার কাধে ঝোলানো ছিল ল্যাপটপ ব্যাগ। বাম হাতে সেই ব্যাগটি কোনও রকমে ধরে তিনি ছুটতে থাকেন।

সিসিটিভির এই ফুটেজ ফাঁস হয়ে গেলে চরম সঙ্কটের মধ্যেও বিষয়টি নিয়ে নেটিজেনরা মশকরায় মেতে উঠেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here