সামাজিক যোগাযোগমাধ্যম প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে ভারতের বেঙ্গালুরু থেকে গ্রেফতার হলেন বহুজাতিক আইটি কোম্পনি ইনফোসিসের এক কর্মকর্তা। ২৫ বছর বয়সী মুজিব মোহাম্মেদ নামের ওই কর্মকর্তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, আসুন হাতে হাত মেলাই, বাইরে যাই এবং জনসম্মুখে হাঁচি দেই আর করোনা ছড়াই । এদিকে এমন কাণ্ডের পর মুজিব মোহাম্মেদকে বরখাস্ত করেছে ইনফোসিসও।
গ্রেফতারের বিষয়ে পুলিশ কর্মকর্তা সন্দিপ পাতিল বলেন, জনসম্মুখে হাঁচি দেয়ার আহ্বান এবং করোনা ভাইরাস ছড়িয়ে দিতে বলায় মুজিব মোহাম্মেদকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে। এদিকে এক টুইট বার্তায় ইনফোসিসের পক্ষ থেকে বলা হয়, এক কর্মীর সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্ট নিয়ে তদন্ত করা হচ্ছে।
প্রসঙ্গত, ভারতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮শ জন। মারা গেছেন ১৯ জন । এনডিটিভি।