করোনায় মৃত ২৭ হাজার ছাড়িয়েছে

0
0

মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা হুঁ হুঁ করে বেড়ে চলেছে। এ পর্যন্ত মৃতু হয়েছে ২৭,২৫১ জনের। আর আক্রান্ত বেড়ে হয়েছে ৫,৯৪,৩৪৪।

করোনায় সর্বাধিক মৃত্যু এখন ইতালিতে। দেশটিতে এ পর্যন্ত ৯ হাজার ১৩৪ জনের মৃত্যু হয়েছে। স্পেনে মারা গেছে ৫ হাজার ১৩৮ জন। চীনে ৩ হাজার ২৯২ জন। ইরানে মারা গেছে ২ হাজার ৩৭৮ জন। ফ্রান্সে প্রাণ হারিয়েছে ১ হাজার ৯৯৫ জন।
করোনাভাইরাস জেকে বসেছে মার্কিন যুক্তরাষ্ট্রেও। দেশটিতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। বর্তমানে আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৩৯৬। মৃতের সংখ্যাও বাড়ছে হু হু করে। ইতোমধ্যে করোনায় ১ হাজার ৬০৭ জন মারা গেছে যুক্তরাষ্ট্রে। শুক্রবার একদিনেই দেশটিতে করোনায় মারা গেছে ৩১২ জন।

আশার কথা হলো বিশ্বজুড়ে ইতোমধ্যে ১ লাখ ৩২ হাজার ৬২২ জন করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে সেরে উঠেছেন।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখনো কোনো টিকা বা প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি বিশ্ব স্বাস্থ্যসংস্থা (ডব্লিউএইচও)।

এ রোগের কোনো উপসর্গ যেমন জ্বর, গলা ব্যথা, শুকনো কাশি, শ্বাসকষ্ট, শ্বাসকষ্টের সঙ্গে কাশি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জনবহুল স্থানে চলাফেরার সময় মাস্ক ব্যবহার করতে হবে এবং পোষা প্রাণির সংস্পর্শ এড়িয়ে যেতে হবে। বাড়িঘর পরিষ্কার রাখতে হবে। বাইরে থেকে ঘরে ফিরে এবং খাবার আগে সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে। খাবার ভালোভাবে সিদ্ধ করে খেতে হবে।

বাংলাদেশের কেউ করোনাভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ হলে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের হট লাইন ০১৯৪৪৩৩৩২২২ নম্বরে যোগাযোগের জন্য পরামর্শ দেয়া হয়েছে।

করোনাভাইরাস সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য কোনোভাবে মিথ্যা বা ভুল তথ্য প্রচার নজরে আসলে তথ্য অধিদপ্তরের সংবাদকক্ষের ফোন নম্বর ৯৫১২২৪৬, ৯৫১৪৯৮৮, ০১৭১৫২৫৫৭৬৫, ০১৭১৬৮০০০০৮ এবং ইমেইল: piddhaka@gmail.com/piddhaka@yahoo.com অথবা ৯৯৯-এ যোগাযোগ করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here