করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে সাধারণ সর্দি-কাশির মতো বেশ কয়েকটি উপসর্গ দেখা দিলেও এটি পৃথিবীজুড়ে অসংখ্য মানুষের প্রাণহানির কারণ। ভয়ংকর এই রোগটি কারও শরীরে বাসা বাঁধলে তার কেমন অনুভূতি হয় এই প্রশ্নটি অনেকের। সম্প্রতি ‘কভিড-১৯’ ভাইরাসে আক্রান্ত ৩ ব্রিটিশ নারী জানিয়েছেন তাদের অনুভূতির কথা।
করোনা সংক্রমণের সাধারণ উপসর্গ
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষণা অনুযায়ী, করোনাভাইরাস সংক্রমণের প্রধান লক্ষণগুলো হলো জ্বর, তীব্র অবসাদ এবং শুকনো কাশি। অন্যান্য উপসর্গের মধ্যে আছে মাথাব্যথা, শ্বাস-প্রশ্বাসে কষ্ট, শরীর ও গলাব্যথা। এছাড়াও কারও কারও ক্ষেত্রে ডায়রিয়া, বমি ভাব ও নাক দিয়ে পানি ঝরার মতো উপসর্গ দেখা দিতে পারে।
গত সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত অন্তত ২০০ জন রোগীর ওপর পরিচালিত এক জরিপের ওপর ভিত্তি করে ‘আমেরিকান জার্নাল অব গ্যাস্ট্রোএন্টারোলজি’র এক প্রতিবেদন বলছে, এই ভাইরাসে সংক্রমিত মানুষদের মধ্যে হজম সমস্যাসহ ডায়রিয়া ও ক্ষুধা কমে যাওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে। যেসব রোগীর ওপর এই জরিপটি চালানো হয়েছিল সংক্রমণের শুরুর দিকে তাদের অর্ধেকই এ ধরনের লক্ষণকে মোকাবিলা করেছেন।
এছাড়া গত ২৩ মার্চ নাক, কান ও গলা বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সংগঠন ‘ব্রিটিশ অ্যাসোসিয়েশন অব অটোরিনোলারিঙ্গোলজি’ এক বিবৃতিতে জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা গন্ধশক্তি কিংবা খাবারের স্বাদ হারাতে পারেন। তাদের চোখেও প্রদাহের লক্ষণ দেখা দিতে পারে। তাই কেউ যদি হঠাৎ করে স্বাদ ও গন্ধের অনুভূতি হারিয়ে ফেলে তবে শিগগিরই তাকে ব্যক্তিগত আইসোলেশনে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
স্বাদ ও গন্ধের অনুভূতি হারিয়েছিলেন লিন্ডা কার
(৬৯ বছর বয়সী সাবেক টেলিভিশনকর্মী লিন্ডা কার ইংল্যান্ডের পূর্ব অ্যাংলিয়ার নরফোক কাউন্টিতে ৬৪ বছর বয়সী স্বামী রডনির সঙ্গে বসবাস করেন। সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আবারও সুস্থ হয়ে উঠেছেন লিন্ডা)
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বর্ণনা দিয়ে তিনি বলেন, প্রায় ১৫ দিন আগে হঠাৎ করেই আমি কোনো গন্ধ এবং খাবারের স্বাদ পাচ্ছিলাম না। এটা ছিল খুব বিব্রতকর। মুখের মধ্যে একটি বিস্বাদ অনুভব করছিলাম সবসময়।
আমার চারদিন আগে থেকেই অসুস্থ ছিলেন আমার স্বামী রড। তার সারা শরীরে ব্যথা এবং অবসাদ ছিল। করোনাভাইরাসের লক্ষণ নিয়ে সে সময় পর্যন্ত আমরা যত পড়াশোনা করেছি, তাতে আমাদের খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ ছিল না।
তবে, আমার মধ্যে শিগগিরই অন্য লক্ষণগুলো দেখা দিতে শুরু করল। আমি খুব বেশি অসুস্থতা অনুভব করতে শুরু করি এবং তীব্র অবসাদও জেঁকে বসে। কিন্তু তখন পর্যন্ত শরীরে জ্বর এবং শুকনো কাশির কোনো লক্ষণ না থাকায় করোনাভাইরাসের কথা মাথায়ই আনিনি। দুই দিনের মধ্যে আমি খুব কষ্ট করে শুধু দাঁড়াতে পারতাম। কিন্তু এক পায়ের ওপর দাঁড়িয়ে অন্য আরেকটি পা কিছুটা ওপরে তোলাও আমার জন্য অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়। তারপরই শুরু হলো ভয়ংতর সেই কাশিটা। এমন পরিস্থিতিতে কয়েকটি রক্ত পরীক্ষার ফলাফল পেতে আমি স্থানীয় এক চিকিৎসকের শরণাপন্ন হলাম। তিনি আমার শরীরের জ্বর মেপে জানালেন তাপমাত্রা খুব বেশি। তিনি আমাকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দিলেন। ঠিক তখনই আমি ভীত হয়ে পড়ি। রড আমাকে হাসপাতালে নিয়ে গেল। সেখানে একটি আইসোলেশন কক্ষে আমাকে রাখা হলো ‘কভিড-১৯’ পরীক্ষা করার জন্য। আমার শরীরের তাপমাত্রা ছিল ১০৩ ডিগ্রি ফারেনহাইটেরও বেশি। আর যে কক্ষে আমাকে রাখা হলো সেখানে যারাই প্রবেশ করছিল তাদের সবার মুখে মাস্ক-সহ সংক্রমণ নিরোধক দ্রব্যাদি সঙ্গে ছিল। আমার সঙ্গে দেখা করার ক্ষেত্রে রডকে নিষেধ করে দেওয়া হলো।
দুই দিন পর পরীক্ষার ফলাফল এলো এবং জানতে পারলাম, আমি করোনাভাইরাসে আক্রান্ত। ভাবছিলাম, আমি মনে হয় বাঁচব না। খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলাম। এমন অসুস্থতায় এর আগে আমি কখনোই পড়িনি। আমি খুব সুস্থ ও সবল একজন মানুষ। বড় কোনো অসুখও নেই। আমি যে কারখানায় কাজ করি সেখানে যাওয়া-আসা করতে গিয়ে প্রতিদিন কয়েক মাইল হাঁটি। কিন্তু তারপরও আমি আতঙ্কগ্রস্ত হয়ে পড়লাম।
চিকিৎসকরা আমাকে প্যারাসিটামল ও তরলজাতীয় ওষুধ সরবরাহ শুরু করলেন। টানা দুই দিন আমার নাকে অক্সিজেন মাস্ক লাগানো ছিল। আমার রক্তে অক্সিজেনের পরিমাণ খুব কমে গিয়েছিল। চিকিৎসকরা দারুণ যত্ন নিয়ে আমার চিকিৎসা করলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমাকে কোনো খাবার খেতে হয়নি। সংক্রমণের লক্ষণ দেখা দেওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ১০ কেজি ওজন কমে গেছে আমার। পাঁচদিন হাসপাতালে থাকার পর গত রবিবার (২২ মার্চ) আমাকে ছেড়ে দেওয়া হয়।
আমার চিকিৎসক বলেন, এই রোগ থেকে কেউ সুস্থ হয়ে গেছে দেখলে খুব উৎসাহ জাগে। আমি এখনো অনেক দুর্বল। তবে, এই মুহূর্তে রডের সঙ্গে বাড়িতে আইসোলেশন অবস্থায় রয়েছি। আমাদের আলাদা বিছানা, আলাদা বাথরুম। কোথা থেকে এই রোগটি আমার শরীরে এলো তা এখনো অজানা। কারণ রডের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ঘটেনি। করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে এমন কারও সঙ্গেই আমার কোনো যোগাযোগ ছিল না। তবে বিভিন্ন দোকান এবং পাবগুলোতে প্রায়ই যেতাম। সময়টা এখন বাড়ির মধ্যেই অবস্থান করার।
আমরা পাঁচজন একসঙ্গে- ইসলা হাসলাম
(২৯ বছর বয়সী জনসংযোগ কর্মকর্তা ইসলা হাসলাম দক্ষিণ লন্ডনের বাহামে বাস করেন। তিনিসহ তার ছোট ভাই জনাথন, মা জেন, সৎ বাবা ডেভ এবং বোন হ্যারিয়েট একই সঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছিলেন)
ইসমা বলেন, এ সপ্তাহের ছুটিকে কেন্দ্র করে যখন আমার কয়েক বন্ধুকে দেখলাম লন্ডনের ক্ল্যাপহ্যামে এক হতে চাইছে, তখন আমি বলতে চাইছিলাম- তারা যেন তাদের বাড়িতে অবস্থান করে নিজের সুরক্ষা নিশ্চিত করে এবং অন্যকেও সুরক্ষিত রাখে।
দুই সপ্তাহ আগে আমিও তাদের মতোই ছিলাম এবং মা দিবসের একটি আগাম ডিনারে অংশ নিতে সাফোকে অবস্থান করা আমার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমি আর আমার ছোট ভাই লন্ডন থেকে যাওয়ায় আমার মা একটু দুশ্চিন্তার মধ্যে ছিলেন। তাই তিনি বললেন, আমাদের প্রত্যেকেরই হাত ধোয়া ও আলাদা টাওয়েল ব্যবহার করা উচিত। মা, সৎ বাবা, ভাই ও ছোট বোনের সঙ্গে দারুণ এক ডিনার করলাম সেদিন।
লন্ডনে আবারও ফিরে আসার আগে আমি এক রাত পরিবারের সঙ্গে ছিলাম। আর আমার ছোট ভাই সেখানে কয়েকদিনের জন্য থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু পরদিনই আমার মা ফোন করে জানালেন, আমার ছোট ভাইয়ের শুকনো কাশি ও তীব্র জ্বর দেখা দিয়েছে।
তবে, এ ধরনের অসুস্থতার জন্য জনাথন খুব বেশি চিন্তিত হয়নি। সে ভেবেছিল, স্বল্পমাত্রার হাঁপানি সমস্যার জন্যই তার এমনটি হয়েছে। কিন্তু দুই দিনের মধ্যেই তার তীব্র শ্বাসকষ্ট শুরু হলো। পরে তাকে নিয়ে আমার মা একজন প্যারামেডিকের শরণাপন্ন হলেন। চিকিৎসক জানালেন, জনাথনের মধ্যে করোনাভাইরাসের লক্ষণ সুস্পষ্ট। তাই পরিবারের সবাইকে দুই সপ্তাহের জন্য ব্যক্তিগতভাবে আইসোলেশনে যাওয়ার পরামর্শ দিলেন তিনি। জানা গেল, বন্ধুদের সঙ্গে এক পানোৎসবে গিয়েছিল সে। সেখান থেকেই তার মধ্যে ভাইরাসটির সংক্রমণ ঘটে।
কিন্তু সেই সময়ের মধ্যেই আমিও অসুস্থ হয়ে পড়ি। মনে হচ্ছিল যেন আমি ছিন্নভিন্ন হয়ে যাচ্ছি। পেটের মধ্যেও গোলমাল শুরু হলো, আর নাক দিয়ে অনবরত পানি ঝরছিল। আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমার মাথাও ঠিক মতো কাজ করছিল না। মনোসংযোগ করতে পারছিলাম না কোনো কিছুতে। শিগগিরই আমার সারা শরীরে ব্যথার অনুভূতি শুরু হলো। আর বুকের মধ্যে জমাট কফ অনুভব করলাম। প্রথমে আমি আমার ঘ্রাণশক্তি হারালাম এবং তারপরই খাবারের কোনো স্বাদই অনুভব করতে পারছিলাম না। টানা পাঁচদিন আমি কিছুই খেতে পারিনি। আমার ডায়রিয়াও হয়ে গিয়েছিল। একদিন টানা ১৭ ঘণ্টা ঘুমালাম। কারণ ‘নাইট নার্স’ নামে সর্দি-কাশির একটি ওষুধ সেবন করছিলাম তখন। এই ওষুধটি রোগীদের ভালো ঘুমেরও কাজ করে।
সৌভাগ্যবশত আমি আমার ফ্ল্যাটেই অবস্থান করেছিলাম এবং ভালোভাবেই নিজেকে আইসোলেট করতে সক্ষম হয়েছিলাম। বন্ধু-বান্ধবরাই আমার জন্য খাদ্য ওষুধ সরবরাহ করেছিল। এক সপ্তাহ আগে আমি সুস্থ বোধ করতে শুরু করি। আর আমি যখন সুস্থ হচ্ছিলাম, তখনই আমার মায়ের মধ্যেও করোনাভাইরাস সংক্রমণের লক্ষণ দেখা দেয়। হাঁপানি সমস্যার জন্য তাকে ইনহেলারও নেওয়া লাগত। ফলে সংক্রমণের প্রভাবে তার শ্বাসকষ্ট নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও অবস্থার উন্নতি হলে পরদিনই তাকে আবারও বাড়িতে নিয়ে আসা হয়। আমার সৎ বাবা ও ছোট বোনও জ্বর, কাশি ও তীব্র শরীর ব্যথায় ভুগছে।
এতে কোনো সন্দেহ নেই যে, আমার পরিবারের ওপর দিয়ে একটি ঝড় চলে গেছে। তাই এখন আমি কোনো অপ্রয়োজনীয় সামাজিক যোগাযোগের বিরুদ্ধে।
ফুসফুসের গভীরে বাসা বাঁধে ভাইরাস : থি জর্ডান
(৫০ বছর বয়সী থি জর্ডান একজন লেখক ও সম্পাদক। স্বামী ডেভিড ও তিন সন্তানসহ তিনি দক্ষিণ ইংল্যান্ডের হ্যাম্পশায়ার কাউন্টিতে বাস করেন। করোনাভাইরাসের সঙ্গে তিনি এখনো লড়াই করছেন এবং তিনি সুস্থ হওয়ার পথে)
থি জর্ডান বলেন, টানা কাশি কিংবা জ্বরে পুড়ে যাওয়ার মতো কোনো ব্যাপার আমার ক্ষেত্রে ছিল না। এর বদলে গলায় এক ধরনের সুড়সুড়ি অনুভূতির মধ্য দিয়ে আমার শরীরে করোনাভাইরাস আত্মপ্রকাশ করে। এর সঙ্গে কিছুটা মাথাব্যথাও ছিল। ১৯ মার্চ সকাল থেকে আমি অসুস্থবোধ করতে শুরু করি। এর চার দিন আগেই বন্ধুর জন্মদিন উপলক্ষে একটি লাঞ্চ পার্টিতে অংশ নিয়েছিলাম। পিকনিকের মতো ওই পার্টিতে আমরা মোট ১০ জন অংশ নিয়েছিলাম।
আমাদের কারও মধ্যেই কাশি কিংবা হাঁচির মতো কোনো উপসর্গ ছিল না। তবে, এখন আমি জানতে পেরেছি আমাদের মধ্যে একজন অতিথি অনুষ্ঠানে আসার আগে লন্ডনে এক ব্যবসায়িক মিটিংয়ে অংশ নিয়েছিলেন। বর্তমানে ওই পার্টিতে অংশ নেওয়া আরও কয়েকজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
সংক্রমণের শুরুর দিকে আমি বেশ অবসন্ন হয়ে পড়েছিলাম। কেবল বিছানায় গিয়ে শুয়ে পড়তে মন চাইত। সেই অর্থে কোনো কাশিও আমার মধ্যে ছিল না, ছিল না জ্বরও। কিন্তু আমি আমার ফুসফুসের গভীরে কোনো কিছু অবস্থান করার এক অদ্ভুত অনুভূতি টের পাচ্ছিলাম। ট্যালকম পাউডারের মধ্যে নিঃশ্বাস নিলে যেমনটা হয়, অনেকটা সেইরকম। আমি কাশতে চাইতাম, কিন্তু স্বতঃস্ফূর্ত কাশি আসত না।
এমন পরিস্থিতিতে বাসার ওপর তলায় গিয়ে কিছুক্ষন গল্পগুজব করে গোসল করার পরই দেখা গেল আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সাম্প্রতিক সময়ে আমার রক্তচাপ বেড়ে যাচ্ছিল, তাই এই চিন্তাটাই প্রথমে মাথায় এলো। যখন আমি আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম, দেখলাম- আমার মুখ আর ঘাড় লাল হয়ে এসেছে এবং স্বাভাবিকের চেয়েও বেশ ফোলা দেখাচ্ছে।
আমার মস্তিষ্কের মধ্যেও এক ধরনের আচ্ছন্নতা কাজ করছিল। এমনকি বাচ্চাদের স্কুলের ফর্ম পূরণ করতেও আমি কোনো দিশা খুঁজে পাচ্ছিলাম না। আমি কেবল ঘুমাতে চাইছিলাম, আর আমার কোয়ারেন্টাইন স্থান বিশেষ করে আমার শোবার ঘর থেকে বাচ্চাদের দূরে রাখতে চাইছিলাম।
আমি আমার স্বামীকেও দূরে থাকতে বললাম। আর বাচ্চাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে নিজেকে আইসোলেট করার চেষ্টা করছিলাম। ফলে বাচ্চাদের জড়িয়ে ধরা বা চুমু খাওয়ার ব্যাপারগুলো একেবারেই ত্যাগ করি।
এর মধ্যে যে বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়েছিলাম সেই বন্ধু ফোন করে পার্টিতে অংশ নেওয়া কয়েকজনের অসুস্থ হয়ে যাওয়ার খবর দেয়। তার পরামর্শের আগেই আমি আমার স্বামী ও সন্তানদের কাছ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। সে আমাকে জানায় যে, পার্টিতে অংশ নেওয়া বয়স্ক দুয়েকজনের অবস্থা খুব খারাপ। তাদের গায়ে ভীষণ জ্বর এবং বিরক্তিকর কাশিও ছিল। গত শুক্রবার (২০ মার্চ) পর্যন্ত ব্যাপারটি সহ্য ক্ষমতার মধ্যে থাকলেও সেদিন থেকেই আমার বুকের মধ্যে ভারী কিছুর অস্তিত্ব টের পাচ্ছিলাম। আমি ঘুণাক্ষরেও ভাবিনি কোনো ভাইরাস আমার ফুসফুসের এত গভীরে গিয়ে বাসা বাঁধবে। আমি ভীত হয়ে পড়ি। আমার স্বল্প মাত্রায় হাঁপানি থাকায়, কেবল শান্ত ও মাথা উঁচু করে শুয়ে থাকলেই কিছুটা শ্বাস নিতে পারতাম। বিছানা থেকে উঠলেই আমি হতবিহ্বল হয়ে পড়তাম।
এরপর থেকে অবশ্য আমার বুকের মধ্যে চেপে থাকা ভারটা একটু একটু করে কমতে শুরু করে। তবে, প্রত্যেকদিনই নতুন নতুন উপসর্গ এখনো দেখা যাচ্ছে। কাঁধে ব্যথা ছাড়াও হাঁটুকে অসাড় করে দেওয়ার মতো ব্যথাও অনুভব করছি। এই ব্যথা এত তীব্র ছিল যে, এক রাতে ঘুম ভেঙে গেলে আমি কান্নায় ভেঙে পড়েছিলাম। আমার উরু অসাড় হয়ে পড়েছিল। এই সময়ের মধ্যে পেটে ব্যথা এবং বমি বমি ভাবও পার করে এসেছি। এখন আমি রোগটির শেষ কিনারে যেতে চাইছি। আমি যথেষ্ট শক্ত আছি, যতটুকু সম্ভব বিশ্রাম নিচ্ছি এবং রোগটিকে প্রায় পরাস্ত করে ফেলেছি।