করোনা ভাইরাসে কাঁপছে বিশ্ব। এর মধ্যে ভারতে প্রতিদিন বেড়েই চলছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭২৪ জনে।
ভারত সরকারের স্বাস্থ্যদপ্তরের দেওয়া তথ্যমতে, শুক্রবার সকাল পর্যন্ত আরও নতুন করে ৩০ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত করা হয়েছে। ফলে ভারতে করোনায় আক্রান্ত হয়েছে মোট ৭২৪ জন। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৮ জনের। তবে দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে অন্তত ৬৬ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজস্থানের ভিলওয়াড়ায় এক করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার করোনা ভাইরাসে ৮৮ জন আক্রান্ত হয়েছিল। ফলে একদিন আগেও নতুন ৮৮ আক্রান্তের সংখ্যা নিয়ে ভারতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬৯৪ জনে। এদিন সর্বশেষ তিন জনের মৃত্যু হয়েছিল।
এদিকে, ভারতে করোনা ভাইরাসের পরিস্থিতি মোকাবিলায় নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিষয় খবর নিতে ভিডিও কলের মাধ্যমে বিভিন্ন রাজ্যের রাজ্যপালদের সঙ্গে কথা বলেছেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।