করোনা: ৪৫ বছরের আর্কাইভ খুলে দিল আইসিসি

0
17

করোনাভাইরাসের কারণে কার্যত অচল হয়ে পড়েছে গোটা বিশ্ব। কঠিন এই সময়েও সমর্থকদের ক্রিকেট আনন্দে মাতাতে দারুণ এক উদ্যোগ নিয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। গত ৪৫ বছরের ভিডিও আর্কাইভ খুলে দিয়েছে তারা।

সেই ১৯৭৫ সাল থেকে ক্রিকেট স্মরণীয় ম্যাচগুলো, হাইলাইটস ও আইসিসি’ ফিল্মগুলো এখন পাওয়া যাবে হাটের মুঠোয়। তাতে দেখা যাবে পুরুষ ও নারীদের সব বিশ্বকাপ ম্যাচ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসরগুলোর ভিডিও।

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া অ্যাশেজ কিংবা ভারত-পাকিস্তান দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের রোমহর্ষক ক্রিকেটীয় লড়াইও থাকছে অনুরাগীদের জন্য খুলে দেওয়া আর্কাইভে।

এ প্রসঙ্গে আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, এক অভূতপূর্ব সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। হয়তো এই সময় সমর্থকদের সঙ্গে যোগযোগ রাখার প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি করে উপলব্ধি হচ্ছে। যেহেতু এই মুহূর্তে পৃথিবীতে কোনো ধরনের ক্রিকেট অনুষ্ঠিত হচ্ছে না তাই আমরা ঠিক করেছি অনুরাগীদের অন্য আমরা আমাদের আর্কাইভটি ব্রডকাস্টারদের হাতে তুলে দেব। যাতে অনুরাগীরা দুর্দান্ত কিছু ক্রিকেটীয় মুহূর্ত উপভোগ করতে পারে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here