করোনা মোকাবিলায় ৫০ লাখ রুপি দিলেন শচীন

0
19

করোনা ভাইরাসে আক্রান্তরা যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে সেজন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন লিটন মাস্টার শচীন টেন্ডুলকার। করোনা মোকাবেলা তহবিলে তিনি ৫০ লাখ রুপি দান করেছেন।

করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে ২৫ লাখ এবং মরারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লাখ রুপি দান করছেন শচীন টেন্ডুলকার।

এর আগে করোনা থেকে সুরক্ষিত থাকতে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার প্রয়োজনীয়তার কথা জানাতে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। কীভাবে হাত ধুতে হবে, তাও দেখিয়ে দিয়েছেন। সকলকে বাড়িতে থেকে দেশসেবা করার অনুরোধ জানিয়েছেন তিনি।

এদিকে নিজেদের দেশে করোনা আক্রান্তদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সেন্ট্রাল চু্ক্তিতে থাকা মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ, লিটন দাসের মতো ১৭ জন ক্রিকেটার তাদের বেতনের অর্ধেক অনুদান হিসেবে দেবেন বলে জানিয়েছেন। এছাড়া চুক্তির বাইরে থাকা যে ১০ ক্রিকেটার গত তিনমাস নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, তারাও দেবেন বেতনের ৫০ ভাগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here