৭৪ জন প্রবাসীর বাড়িতে লাল পতাকা

0
22

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় নভেল করোনাভাইরাস সচেতনে ও জনগণকে সতর্ক করতে ৭৪ জন প্রবাসীর বাড়িতে লাল পতাকা টাঙ্গিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

বিদেশ ফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখতে ও এলাকার জনসাধারণকে সতর্ক করতে গত রবিবার বিকেল থেকে ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের পক্ষে পুলিশ ও গ্রাম পুলিশের সদস্যরা তালিকা অনুযায়ী প্রতিটি প্রবাসীর বাড়িতে গিয়ে লাল পতাকা টাঙ্গিয়ে দিয়েছে বলে জানান উপজেলা ইউএনও।

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানম জানান, করোনাভাইরাস সচেতনতা ও প্রতিরোধের অংশ হিসেবে ঘোড়াঘাটের ৭৪ প্রবাসীদের বাড়িতে লাল পতাকা টাঙ্গিয়ে দেয়া হয়েছে এবং বিদেশ ফেরত ব্যক্তিদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার কথা বলেছি। সেই সাথে লাল পতাকা লাগানো বাড়িতে যাতায়াত না করতে আমরা এলাকাবাসীদেরকে সচেতন করছি। তাদের সার্বক্ষণিক খোঁজ খবর রাখা হচ্ছে।

ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম বলেন, তালিকা অনুযায়ী বিদেশ ফেরত ব্যক্তিদের বাড়িতে যাচ্ছি। মোবাইল ফোনের মাধ্যমে নিয়মিত যোগাযোগ করছি। তাছাড়া তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে অনুরোধ করছি এবং স্থানীয় জন প্রতিনিধিদের ও প্রযুক্তির মাধ্যমে তাদের কার্যক্রম ও গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here