করোনা পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

0
15

দেশের করোনা পরিস্থিতি এবং এর প্রাদুর্ভাব রোধে সরকারের প্রস্তুতিসহ সার্বিক দিকনির্দেশনা নিয়ে আগামী ২৫ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান।
তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমরা মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। আমাদের সর্বাত্মকভাবে সিদ্ধান্ত নিতে হবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশ্বাস রাখুন। সরকারের প্রতি আস্থা রাখুন। করোনা প্রতিরোধে যা যা করণীয় সরকার সবকিছু করবে।’

‘এনিয়ে ২৫ (মার্চ) তারিখ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি সবার করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেবেন’ যোগ করেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, করোনার টেস্ট কিট নেই এমন নয়, ঘাটতি আছে। নেই বলবেন না, ঘাটতি আছে বলুন। কিট সংগ্রহ করার পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পাঁচশ’ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। করোনা প্রতিরোধে জনপ্রতিনিধিরা স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here